ফাইট ফর ওমেন রাইটস এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি নির্মল শ্বাস গ্রহণ করে সুস্থ দেহ মনে বাঁচাতে হলে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই ফাইট ফর ওমেন রাইটস এর উদ্যোগে চট্টগ্রাম নগরীর ১১,১২, ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি উদ্বোধন করেন সিটি কর্পোরেশন এর সাবেক কাউন্সিলর এবং
সংগঠনের সভাপতি এডভোকেট রেহানা বেগম রানু। উপস্থিত ছিলেন অধ্যাপিকা রওশান আরা শাহীন, এডভোকেট কাকলী, ডাক্তার পারুল আক্তার, আলেয়া নূর, হ্যাপী আক্তার, মিসেস অনু, আদৃতা প্রিয়তি, সানজানা দিয়া, ফরিদা খানম, সেলিনা আক্তার, রাজিয়া বেগম ও বিভিন্ন এলাকার নের্তৃবৃন্দ।