জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট (গোল্ডকাপ) বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য বালক-বালিকা দলের চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এমএ আজিজ স্টোডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে গত ২ অক্টোবর দুপুর ২টায় চসিক একাদশ দলের ফুটবল অনুশীলন উদ্বোধন হয়। অনুষ্ঠান পরিচালনা করেন চসিক একাদশের সাধারন সম্পাদক মো: আলী আকবর। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-চসিক ক্রীড়া স্ট্যার্ন্ডিং কমিটির সভাপতি ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ঈসমাইল বালি, চসিক
ক্রীড়া স্ট্যার্ন্ডিং কমিটির সদস্য ও সংরক্ষিত ৯, ১০ ও ১৩’র কাউন্সিলর আবিদা আজাদ, বিভাগীয় ক্রীড়া সংস্থা’র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ডিএফএ সহ-সভাপতি এসএম শহীদুুল ইসলাম, সিজেএকএস ফুটবল সম্পাদক মো: ইউসুফ, জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে, চসিক সাবেক টেজারার মো: আজগর, চসিক একাদশ এর এজিএস মো: মানিক, কোষাধ্যক্ষ মহিউদ্দিন, কোচ সুপল দাশ, জাহাঙ্গীর আলম মিন্টু, সাবেক ফুটবলার শামিম, সাবেক জাতীয় ফুটবলার তৌহিদ, চসিক সাবেক খেলোয়াড় আবু তাহের সিদ্দিকী, জাফর সাদেক, অভিজিৎ শাহা, রিপন কিশোর রায়, বিভাশ বড়–য়া, মো: দৌলত প্রমুখ।