
কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে গত ২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রাবন্ধিক মোঃ আবু তৈয়ব। প্রধান আলোচক ছিলেন পটিয়া হুইলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিসেস ছন্দা চক্রবর্তী। বিদ্যালয়ের শিক্ষক শুভাশীষ নাথের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপক কুমার চৌধুরী,
ইলিয়াছ সিকদার, উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ, প্রকাশ ঘোষ প্রমুখ। সভায় সংবর্ধিত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষক হচ্ছে সমাজের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ও জাতিগড়ার কারিগর। শিক্ষকদের সঠিক ও দেশপ্রেমের শিক্ষাদান একজন শিক্ষার্থী আলোকিত মানুষ গড়তে সহায়তা করে। তিনি বলেন একজন শিক্ষক তখনই যখন জীবনের অবসর সময়ে প্রিয় শিক্ষার্থীদের সুপ্রতিষ্ঠতি জায়গায় দেখতে পায়। তিনি বলেন প্রতিটি সুশিক্ষিতজনদের মনে রাখতে হবে লেখাপড়া উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজ
পেশায় উন্নত হয়ে নিজের বৃদ্ধ বাবা মাকে ভুলেগেলে চলবেনা। কারণ মা আর বাবায় পৃথিবীর শ্রেষ্ঠশিক্ষক। আর শিক্ষক সমাজকে তোষামুদি আর লবিং রাজনীতি পরিহার করে গণমানুষের তথা সমাজের আদর্শিক শিক্ষক হতে হবে। তিনি বলেন সততা, নিষ্ঠা, মেধা আর দেশপ্রেমের সর্বোচ্চ চেষ্ঠা থাকতে হবে প্রতিটি শিক্ষককে। আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমার মত শিক্ষককে মূল্যায়ন করায় আমি মানসিকভাবে কৃতজ্ঞতা সকলের প্রতি।