চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাসির উদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষকে যার যার ধর্ম পালনে আহ্বান করায় হিন্দু সম্প্রদায়ের বৃহৎ শারদীয় দূর্গোৎসব এখন বাঙ্গালীর রাষ্ট্রীয় উৎসবে স্বীকৃত অর্জন করেছে। আর এধারাকে অব্যাহত রাখতে সকল ধর্মের মানুষ ও সকল রাজনৈতিক নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে নিঃস্বার্থভাবে। তাই পূজাচলাকালীন সময়ে বিগত দিনের মত কোন
অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ধর্ম যার যার রাষ্ট্র ও উৎসব সবার এই স্লোগান তখনই সফল হবে যখন সকল ধর্মের মানুষ যার যার ধর্ম উৎসব পালন করতে পারবে নির্ভিগ্নভাবে। গতকাল পাহাড়তলী রেলওয়ে হাসপাতাল কলোনী সার্ব্বজনীন শারদীয় দূর্গোৎসব কমিটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল-মাহমুদ, ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ হোসেন হিরণ, রেলওয়ে
শ্রমিক লীগ কেদ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৯,১০ ও ১৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য নারী নেত্রী আবিদা আজাদ। এতে প্রধান বক্তা ছিলেন রেলওয়ে হাসপাতাল কলোনী প ায়েত কমিটির সভাপতি গোপাল চন্দ্র দাশ। এতে আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, নাদিরা সুলতানা হেলেন, সাধারণ সম্পাদক কায়সার মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, অর্থ সম্পাদক নুর আলম রাহাত, সহ-
প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান হীরা, ক-ইউনিট আওয়ামীলীগের সহ-সভাপতি মো: নাছিম লাদেন, মহানগর যুবলীগের সদস্য মাসুদ রেজা, খোকন চন্দ্র তাঁতী, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম ফরহাদ, মোঃ নজরুল ইসলাম মিয়াজী, বেলাল হোসেন মনা, মোঃ জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল চন্দ্র দাশ। পরিচালনা করেন দূর্গা মন্দির উন্নয়ন কমিটির সভাপতি জীবন দাশ। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ডের জন্য মাননীয় মেয়র ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের উন্নয়নের কারীগর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ ও মহিলা কাউন্সিলর আবিদা আজাদকে সম্মাননা জানানো হয়।