আজ ১৩ অক্টোবর ২০১৯ রোজ রবিবার সকাল ১১টায় গণ-অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম ওয়াসা সেবার মান বৃদ্ধি না করে অযৌক্তিকভাবে পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচি ও স্মারকলিপি প্রদান। স্মারকলিপি প্রদানের পূর্বে ওয়াসা চত্বরে ঘেরাও সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম গণঅধিকার ফোরাম মহানগর শাখার সভাপতি প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক আলহাজ্ব আবু মোহাম্মদ হোসেন চৌধুরী। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জাফর আহামদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম গণঅধিকার ফোরামের উপদেষ্টা, বিজিএমইএ এর ভাইস-চেয়ারম্যন, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এরশাদ উল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার ফোরাম কেন্দ্রীয় মহাসচিব,
রাজনীতিবিদ এম.এ হাসেম রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রাজনীতিবিদ আর.ইউ.চৌধুরী শাহীন। বক্তব্য রাখেন, ফোরামের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম নাগরিক ঐক্য এর আহ্বায়ক আলহাজ্ব আব্দুল মাবুদ, গণঅধিকার ফোরামের যুগ্ম মহাসচিব আলহাজ্ব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব জাকির হোসেন, যুগ্ম মহাসচিব সোলায়মান বাদশা, যুগ্ম মহাসচিব হাজী মোস্তফা কামাল, হাজী মোহাম্মদ ওসমান, সহকারী মহাসচিব মোহাম্মদ ইউসুফ, সহকারী সম্পাদক আবু ছৈয়দ রাসেল, ছাত্রবিষয়ক সম্পাদক সালাউদ্দিন সাহেদ, সহ সম্পাদক তারেক রহমান, আরিফুর রহমান, জোবায়ের আলম রিকু, গোলাম মোহাম্মদ জসিম
উদ্দিন অভি, মোহাম্মদ আলমগীর, সহ দপ্তর সম্পাদক আবুল কাশেম, আমজাদ হোসেন শাকিল, মোহাম্মদ রিদোয়ান আলী, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ শাহজাহান, ফজল কবির, গাজী সেলিম নুহ গাজী, ছাত্রনেত্র সামিউত আমিন জিসান, ছাত্রনেতা মাহমুদুর রহমান বাবু, হোসেন টিটু, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ আজগর, নুরুদ্দিন, আলাউদ্দিন, মোহাম্মদ জামাল, মোহাম্মদ শফিক, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ খোকন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, ৬০ লক্ষ নগরবাসীকে পানির মূল্য বৃদ্ধি করে গণমানুষকে হয়রানী করবেন না। অনতিবিলম্বে
পানির মূল্য বৃদ্ধির প্রস্তাব একনেকে উঠার আগেই প্রত্যাহার করে নিন। অন্যতায় গণঅধিকার ফোরামের পক্ষ থেকে চট্টগ্রাম নগরবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবো। প্রধান বক্তা এম.এ হাশেম রাজু বলেন, ইতিমধ্যে সরকার গ্যাসের বিল, বিদ্যুতের বিল ও সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি করেছে। যদি অবস্থায় পানির মূল্যেবৃদ্ধি করা হয়, তাহলে চট্টগ্রাম নগরবাসী কোথায় গিয়ে জীবনযাপন করবে ? নগরবাসীকে দুর্ভোগে ফেলবেন না। বিশেষ অতিথির বক্তব্যে আর.ইউ.চৌধুরী শাহীন বলেন, জনগণের সাথে যাচাই-বাচাই না করে ওয়াসা কর্তৃপক্ষ পানির মূল্য বৃদ্ধি করার অধিকার রাখে না। অবিলম্বে গণশুনানি করুণ।