বর্তমান প্রজন্মের সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা দেয়া ও সামাজিক কর্মযজ্ঞে কার্যকর অবদান রাখা সামাজিক সংগঠসমূহের মূল্যায়নের লক্ষ্যে চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম’র উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে গত ১৭ অক্টোবর’ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সামাজিক সংগঠন সম্মাননা ২০১৯ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চন্দনাইশ ছাত্র সমিতি’র সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন গিফারী’র স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অনুষ্ঠানের
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মুজিবুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ-চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি আবুল ফয়েজ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি ও বিজিএমইএ’র পরিচালক এএম মাহবুব চৌধুরী, কবি ও নাট্যজন অভিক ওসমান, রিহ্যাব চট্টগ্রাম ও চন্দনাইশ সমিতি’র সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চন্দনাইশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, ব্যাংকার ও রাজনীতিক মাহবুবুর রহমান শিবলী, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা, যমুনা টিভি-চট্টগ্রাম’র ব্যুরো প্রধান জামসেদ রেহমান,
আলহাজ্ব আবুল কাসেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি লোকমান হাকিম, তরুণ উদ্যোক্তা এসএম সাইফুল্লাহ রাহাদ, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর দৌহিত্র এএমএস ইসলামাবাদী গাজী, আইনজীবী এসএম সিরাজউদ্দৌল্লা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চন্দনাইশ উপজেলা সভাপতি নুরুল আমজাদ চৌধুরী, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি এড. নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, খানদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাখাওয়াত হোসেন শিবলী, চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম’র নেতৃবৃন্দ যথাক্রমে-সিনিয়র সহ-সভাপতি মো: বোরহান উদ্দিন, সহ-সভাপতি সাইফুদ্দিন হিরু, তানভীর আহমেদ ছিদ্দিকী, সিনিয়র যুগ্ম
সম্পাদক আব্দুল মন্নান হৃদয়, যুগ্ম সম্পাদক এনাম হোসেন হিরু, জাহেদুল ইসলাম, কপিল চৌধুরী, একেএম নাঈমুদ্দিন সায়েম, ইরফান সাদেক শুভ, মো: ইব্রাহিম, ইলিয়াস আহমেদ, সৈয়দ মুহাম্মদ তায়ছির, আসিফুল ইসলাম খান, সাজ্জাদ চৌধুরী, তৌফিক আলম জোহাদি, হুমায়রা আফরিন, আরিফ রুবেল, শাহ নেওয়াজ ইরফান, সানাউল্লাহ আরভিন প্রমুখ। অনুষ্ঠানে জেএসসি, এসএসসি, এইচএসসি/সমমানের পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট সনদ দিয়ে সংবর্ধিত করে চন্দনাইশ ছাত্র সমিতি। এছাড়াও চন্দনাইশব্যাপী সামাজিক ক্ষেত্রে অবদান রাখা ৯টি সংগঠন যথাক্রমে দোহাজারীস্থ আলহাজ্ব আবুল কাসেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চন্দনাইশ স্টুডেন্টস এসোসিয়েশন
(সিএসএ), হাশিমপুর গ্রামের ইউনাইটেড ইয়ুথ ক্লাব, বরকল ইউনিয়নের স্বপ্নবিলাস বিদ্যানিকেতন, বৈলতলী ইউনিয়নের সুপ্রভাত বৈলতলী, বরমা গ্রামের মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশন, দোহাজারী ব্লাড ব্যাংক, হৃদয়ে দিয়াকুল ও সাতবাড়িয়া একতা সংঘ’কে সম্মাননা স্মারক প্রদান করে চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক প্রতিযোগিতায় বর্তমান প্রজন্মকে আত্মনির্ভরতা অর্জন ও নিজেদের সামষ্টিক দক্ষতা-সক্ষমতা বৃদ্ধিকল্পে উদ্ভাবনি চিন্তার উন্মেষ সাধন করে প্রাগ্রসর হতে হবে। সম্ভাবনাময় প্রজন্মকে আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে চন্দনাইশ ছাত্র সমিতি’র সুনিপুন প্রচেষ্টা অতুলনীয়। অনুষ্ঠানে অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, ছাত্র-
ছাত্রীদেরকে বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তোলা প্রয়োজন। গবেষণাধর্মী জ্ঞান অন্বেষণে নিয়োজিত হতে হবে শিক্ষার্থীদের। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সকল সংকটকাল ও সময়ের চাহিদা পূরণে নতুন প্রজন্মই সব সময়ে সাহসি ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে দেশপ্রেমের প্রত্যয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অভিযাত্রায় শামিল হতে হবে। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুল হক চৌধুরী বলেন, জিপিএ-৫ এর পিছনে না ছুটে দক্ষতামুখী শিক্ষা অর্জন ও প্রকৃত মানুষ হবার প্রয়াস দরকার। জীবনের স্বপ্ন বাস্তবায়নে হতাশায় নিমগ্ন না থেকে পরিশ্রমি, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হতে হবে শিক্ষার্থীদের।