
চট্টলায় সুবিধাবি ত শিশুদের মধ্যে শিক্ষার স্বপ্ন বিতরণের লক্ষ্যকে সামানে রেখে প্রথমবারের মত হাজির হয় এক টাকার ফেরিওয়ালা। যেখানে একটি কলমের দাম ৫ টাকা বা একটি বই এর মূল্য ২০ টাকা হয় সেখানে পুরো দোকান জুড়ে শিক্ষা সামগ্রী মিলবে মাত্র এক টাকায়। কল্পনা করা যায়? এ যেন শায়েস্তা খাঁ এর আমলকেও হার মানিয়েছে। স্বপ্ন মনে হলেও এ যেন স্বপ্ন নয়, আসলে সত্যিই! এমন সস্তায় শিক্ষার সামগ্রী মিলবে বটবৃক্ষের স্বপ্নের দোকানে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মিলে সুবিধাবি ত শিশুদের মাঝে শিক্ষার আগ্রহ বাড়িয়ে তোলায় বটবৃক্ষের মূল
উদ্দেশ্য। পথশিশু সমাজেরই অর্ধ অঙ্গ তারা পিছিয়ে থাকলে সমাজ উঠবে কিরূপে? কথাটির মহাতœ্য বুঝানোর জন্যই এমন প্রয়াস। গত ২০ সেপ্টেম্বর বটবৃক্ষের গঠনতন্ত্র ও টি-শার্ট উন্মোচনের মাধ্যমে বটবৃক্ষের আত্মপ্রকাশ ঘটে। ১ টাকার বিনিময়ে শতাধিক অপ্রকাশিত স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়ে গত ১৮ অক্টোবর শুক্রবার রেলওয়ে স্টেশন কলোনীতে সুবিধা বি ত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার ক্ষুদ্র প্রয়াসে সফলতার পর বটবৃক্ষের এই ধরনের প্রচেষ্টা চলমান থাকবে।