
হাটহাজারী আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ১৯ অক্টোবর বিকেলে হাটহাজারী পৌরসভা হাজী ছিদ্দিক মার্কেট (২য় তলা) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আয়ডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন লালিয়ার হাট সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রাজনীতিবিদ ও সংগঠক আল্লামা মুহাম্মদ তৈয়্যব আলী। আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের পরিচালক (অর্থ) মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরীর স ালনায় স্বাগত বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক
মুহাম্মদ ফয়সাল করিম চৌধুরী। সভায় বক্তারা বলেন, দেশে আজ অনেক উন্নয়ন চলছে। দেশের সার্বিক কাঠামোগত উন্নয়ন গতি পেলেও গরিব আরো গরিব হচ্ছে। দরিদ্র গরিব মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন যথেষ্ট দৃশ্যমান নয়। ভয়াবহ অনিয়ম ও দূর্নীতি উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বক্তারা বলেন, গরিব জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও আজ বড় প্রয়োজন। প্রধান অতিথি অধ্যক্ষ আল্লামা তৈয়্যব আলী বলেন- সবাই নিজ নিজ অবস্থান থেকে ভাগ্য বিড়ম্বিত মানুষের কল্যাণে ও দারিদ্র বিমোচনে
ভূমিকা রাখলে দেশ অচিরেই দারিদ্রের অভিশাপ মুক্ত হবে। হাটহাজারী আইডিয়াল ওয়েলফেয়ার এসোসিয়েশন যুব সমাজকে দক্ষ সুশিক্ষিত ও আদর্শ সুনাগরিক গড়ার মিশনে নেমেছে বলে তিনি উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে এনামুল হক ছিদ্দিকী বলেন- যুব সমাজ আজ দিশেহারা। সাইবার ক্রাইম ও ইন্টারনেট অপসংস্কৃতির জালে বন্দি ছাত্র ও যুব সমাজ। তথ্য যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে না পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। দারিদ্র্য, বেকারত্ব ও অবক্ষয় প্রবণতা থেকে যুব সমাজকে বাঁচাতে হবে। তবেই এগিয়ে যাবে দেশ। সভায় বক্তব্য রাখেন- মুহাম্মদ
নুরুল ইসলাম, সুলতান মাহমুদ সুমন, এইচ এম শহীদুল্লাহ, হোসাইন মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ শফিউল কাদেরী সাইফু, মুহাম্মদ নুরুল করিম তারেক, এসএম রাকিব উদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম, সৈয়দ মুহাম্মদ রাকিবুল ইসলাম, মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ বেলাল হোসেন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ সাদ্দাম হোসেন প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় মুনাজাত করা হয়।