
নিজস্ব প্রতিবেদকঃ
নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৪ সদস্যকে আটক করেছে র্যাব। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান অজানা বাংলাদেশকে বলেন রোববার রাতে গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।তবে তাদের পরিচয় বা অভিযানের বিষয়ে আর কোনো তথ্য তিনি তাৎক্ষণিকভাবে দেননি। আজ সোমবারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মিজানুর রহমান।
এর আগে গত ১০ অক্টোবর রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আনসার আল ইসলামের চার জন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই ইউনিটের প্রধান মনিরুল ইসলাম পরে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, দেশের বিভিন্ন জেলা থেকে সদস্য জোগাড় করে ওই চারজন সুন্দরবন ও বান্দরবানে কথিত ‘জিহাদি প্রশিক্ষণ’ নেয়। পরে ‘নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য’ তারা ঢাকায় এসে ধরা পড়ে। তিনি এসময় আরও বলেন এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা দুর্গম পাহাড়ি অঞ্চল কে বেছে নেয় প্রশিক্ষণের জন্য পরে সেখান থেকে তারা রাজধানীর, বিভিন্ন বড় বড় শহরে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেয়।