
১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুল হান্নান হীরা বলেন সুশিক্ষায় আলোকিত হয়ে আগামীর সোনার বাংলা গড়তে বর্তমান শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক প্রেমি না হয়ে পাঠ্যবুকের প্রেমি হতে হবে। আগামীর রূপকল্প ২০৪১ ভিশন বাস্তবায়নে শিক্ষার্থীদেরকে অগ্রণী ভূমিকা রাখার জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষা জীবন অতিবাহিত করতে হবে। শিক্ষার্থীদের
সাফল্যের আলোয় আলোকিত করতে হবে পরিবার, সমাজ ও দেশকে। অদ্য ১ নভেম্বর সকাল ১১টায় খুলশী থানাধীন বীকন প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের জে.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর বড়–য়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ইউসুফ আলী রহমানের স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রতিষ্ঠানের পরিচালক বিথী আক্তার, খুলশী থানার সহকারী উপ-পরিদর্শক মো: হিরন মিয়া। শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন-প্রতিষ্ঠানের
পরিচালক ও সহকারী প্রধান শিক্ষক মুকিম বিল্লাহ, সিনিয়র শিক্ষিকা প্রতিমা নাগ, নাজমা খাতুন, কাজী শারমিন আফরোজ, মাহমুদা আক্তার, সালমা আক্তার, রাজিয়া সুলতানা, শিক্ষার্থীদের পক্ষে মিতু আক্তার, মাসুমা আক্তার, ইসলামী সংগীত পরিবেশন করেন শিরিন আক্তার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত পাঠ করে শিক্ষার্থী ঝর্ণা আক্তার। শিক্ষার্থীদের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করেন ইউসুফ আলী রহমানী। পরিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন অতিথি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।