সুহৃদ আন্দরকিল্লা কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কবি ও প্রাবন্ধিক এড. মৃদুল গুহের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণানুষ্ঠান বিমল কান্তি দে’র সভাপতিত্বে গতকাল ২ নভেম্বর সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক অরুন দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো: আইয়ুব, কবি স্বপন দত্ত, সাধনময় ভট্টচায্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো: কফিল উদ্দিন চৌধুরী, কালাম চৌধুরী, সাংবাদিক সুভাষ দে, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, এডভোকেট সুখময় চক্রবর্তী, এডভোকেট শিশির ভট্টাচায্য,
কবি আশীষ সেন, রনজিত চৌধুরী, এডভোকেট নিত্যলাল খাস্তগীর, মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, অমলেন্দু দাশ, রাজনৈতিক স্বপন সেন, প্রয়াত মৃদুল গুহের ভ্রাতা স্বপন গুহ, মৃদুল গুহের সহধর্মীনি রুনু গুহ চৌধুরী, মেয়ে ঐশী গুহ, সংস্কৃতিক কর্মী মনিকা ভট্টাচায্য। কবিতা পাঠ করেন কবি সাথী দাশ, অধ্যাপক আনন্দ মোহন রক্ষিত। সভার শুরুতে শোক সংগীত পরিবেশন করেন শিল্পী শিলা চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন কবি প্রাবন্ধিক রবিন ঘোষ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-এডভোকেট মৃদুল গুহ একজন সাদা মনের মানুষ হিসেবে আজীবন
পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে গেছেন। একজন নির্লোভ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে এড. মৃদুল গুহ সার্থক ব্যক্তি হিসেবে আমাদের কাছে অনুপ্রেরণার দাবিদার। রাজনৈতিক নেতা হিসেবে তিনি সমাজের শোষিত, বি ত ও অবহেলিত মানুষের কল্যাণে যথাসাধ্য ভূমিকা রেখেছেন। ব্যক্তি জীবনে তেমন কোন লোভ-লালসা ও চাওয়া পাওয়া এড.মৃদুল গুহের জীবনকে আকৃষ্ট করতে পারেনি। সব সময় পরের কল্যাণে নিজের সম্পৃক্ততায় আনন্দ পেয়েছেন। আজকের ঘুণে ধরা সমাজে একজন আলোকিত মৃদুল গুহ আমাদের অনেকের
কাছে আদর্শের পুজারী হয়ে সাহসের ঠিকানা যোগাবে। সভায় এড. মৃদুল গুহের বর্ণাঢ্য জীবন নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করার আশা ব্যক্ত করেন। বক্তারা বলেন- এডভোকেট মৃদুল গুহ, সবসময় মানকল্যাণে এবং মানুষের উন্নয়নে নিজের ভাবনাকে কাজে লাগাতে স্বপ্ন দেখতেন মানুষের জন্য কাজ করতে ভালবাসতেন। যার জীবন আদর্শ থেকে প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে।