বেনাপোল প্রতিনিধিঃ
এলো দেশে নতুন আইন ভ্যাট হচ্ছে অনলাইন,ভ্যাট দিচ্ছে জনগন দেশের হচ্ছে উন্নয়ন। ভ্যাট কমিশনারেট যশোর ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ আয়োজনে আজ বুধবার (৬ই নভেম্বর) সকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের হল রুমে অনুষ্ঠিত হয় ভ্যাট মেলা।বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজনের সভাপতিত্বে ভ্যাট মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জামাল হোসেন, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী,
কমিশনার বেনাপোল কাস্টম হাউস, সৈয়দ মুশফিকুর রহমান কমিশনার ও প্রকল্প পরিচালক, ভ্যাট অনলাইন প্রকল্প এবং মুহম্মদ জাকির হোসেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর।এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, যুগ্ন সম্পাদক মহসিন মিলন,কামাল উদ্দিন শিমুল প্রমুখ।