‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই মতবাদকে সামনে রেখেই গত ৫/১১/২০১৯ইং নগরীর চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের বিশিষ্ট দায়ক প্রয়াত সওদাগর মিন্টু বড়ুয়ার ১ম বাৎসরিক সংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষুর মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি বুদ্ধরক্ষিত মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষুর মহাসভার যুগ্ম মহাসচিব পি.লোকানন্দ মহাথের, এবং আরো একটি ভিক্ষুসংঘ। এছাড়া উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের সফল কাউন্সিলর সাইফু উদ্দীন খালেদ সাইফু।
এতে আরো উপস্থিত ছিলেন চান্দগাঁও গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে এল.এল.বি পাশ করায় চান্দগাঁও এর দানশীলা ব্যক্তি মানু বড়ুয়ার দ্বিতীয় কন্যা জবা বড়ুয়া পান্নাকে ক্রেস্ট দিয়ে আশীর্বাদ প্রদান করলেন বাংলাদেশ উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথের। পরে কর্তৃপক্ষ মহতী পুন্যানুষ্টানে যোগদান করে কৃতার্থ করায় সকলকে ধন্যবাদ জানায় এবং সকলের কাছে পুন্যারাশি প্রার্থনা করেন।