নগরীর বলুয়ারদীঘি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পরীক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ৯ নভেম্বর সকাল ৯ ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাহের সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা মেরী মিত্রের স ালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত মেয়র হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক কমিশনার পেয়ার মুহাম্মদ, স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রীতি সেন, প্রাক্তন স্কুল সভাপতি সেকান্দর
আলী, কায়সার নিলুফার কলেজ অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক, মো: ওয়াসীম, হাজী মোহাম্মদ ফারুক, মো: মনজুরুল আলম প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন-আজের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় সুশিক্ষিত করে দেশসেবায় অনুপ্রাণিত করতে হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি পিতা-মাতাকেও ভূমিকা রাখতে হবে। এসময় বিদ্যালয়ের শিক্ষিাকাবৃন্দ যথাক্রমে- অনিন্দিতা পাল, নাছিমা আক্তার বেগম, রেহেনা বেগম, স্বপ্না দাশ, শুক্লা চৌধুরী, কোহিনুর আক্তার, দীপা দেসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।