নিউজ ডেস্ক:
গত রাত ১২ ই নভেম্বর মঙ্গলবার রাত তিনটার সময়, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস নামের একটি ট্রেন কুমিল্লা কসবা এলাকায় আসলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জনের মৃত্যু হয়। উদয়ন এক্সপ্রেসে থাকা একটি কন্যা শিশু তার পরিবারকে না পেয়ে অসহায় হয়ে পড়েছে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়েছেন অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুইটি ট্রেনের সংঘর্ষে আহত এক শিশু একেবারেই একা হয়ে পড়েছে। তার আশপাশে কাউকে খুঁজে পাওয়া
যায়নি। শিশুটি কথা বলতে না পারায় তার নামও জানা যায়নি।সে দুর্ঘটনায় আক্রান্ত উদয়ন এক্সপ্রেসে ছিল। মেয়ে শিশুটির মা-বাবা বা কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।মেয়েটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার স্বজনদের খুঁজে পেতে সাহায্য করার আবেদন জানিয়েছেন
অনেকেই।তার স্বজনদের কোনো সন্ধান পেলে রেলওয়ে পুলিশের সঙ্গে কিংবা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্টেশনে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী।
শিশুটি তার বাবা-মাকে ফিরিয়ে পেতে নিউজটি সর্বোচ্চ শেয়ার করুন।