হাবিলাসদ্বীপ রাস উদ্যাপন পরিষদের উদ্যোগে হাবিলাসদ্বীপ গৌর গোবিন্দ আশ্রম প্রাঙ্গণে চার দিনব্যাপী রাস মহোৎসবের উদ্বোধন ও ধর্মসভা গত ১১ নভেম্বর সোমবার গৌর গোবিন্দ আশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি কাজল কান্তি দত্ত’র সভাপতিত্বে অধ্যাপক মিল্টন কান্তি চৌধুরী ও দেবাশীষ চৌধুরীর যৌথ স ালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রাস মহোৎসবের উদ্বোধন ঘোষণা করেন শ্রীল রাধা বিনোদ মিশ্র। ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক যান্ত্রিক বিভাগের তত্ত্বাধায়ক প্রকৌশলী সুদীপ বসাক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভাগবতীয় বক্তা সুদর্শন
চক্রবর্ত্তী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (অব:) রেখা রানী দত্ত, এয়ারবেল ডেভেলাপমেন্ট এন্ড টেকনোলোজিস্ট লিঃ’র চেয়ারম্যান লায়ন গোপাল কৃষ্ণ লালা, প্রবীন সমাজসেবক সাধন দত্ত, গৌর গোবিন্দ আশ্রমের প্রাক্তন সভাপতি মৃদুল কান্তি নন্দী, গৌর গোবিন্দ আশ্রমের সাধারণ সম্পাদক রূপন কান্তি দাশগুপ্ত, রাস উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ কুমার সেনগুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক দীপক কান্তি সরকার, রাস উদ্যাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি দাশগুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক
ত্রিদিব কুমার দত্ত শিমুল, কাত্যায়নী সংঘের সভাপতি কা ন মঞ্জুমদার, রাস উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী টিটু কান্তি দেব, কৃষ্ণ প্রসাদ শীল প্রমুখ। প্রধান অতিথি বলেন, বর্তমান প্রজন্মের সন্তানরা ধর্মীয় বিধিবিধান মেনে চলে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হলে নীতিবান ও বিবেকবান নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং এতেই সমাজে শান্তি ও শৃঙ্খলা বিরাজ করবে। ধর্ম সভার পূর্বে ঝুলন দত্ত ও সুধীর আচার্যের স ালনায় পিসফুল মিউজিক্যাল টিম ও আনন্দধারার শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।