
অদ্য ১২ নভেম্বর আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে পালন করা হয়। কর্মসূচিতে ছিল আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ জহুরুল আলম জসিম। ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল উদ্দীন জুয়েল এর সভাপতিত্বে ও ওয়াসিমের স ালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের
আহবায়ক কমিটির সদস্য মোঃ জসিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ সুমন,আনোয়ার হোসেন। এতে আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা তৌহিদুর রহমান পাপ্পু, জাবেদ হোসেন, এ কে এম আরিফুল ইসলাম, মোশাররফ হোসেন সৈকত, মাঈন উদ্দীন সুমন, পারভেজ হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের পক্ষে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা রানা, শামীম আল হাসান বাপ্পা, ফারমান,
রাব্বি,তুহিন, রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম বলেন, আওয়ামী যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী সোনার বাংলা গড়তে সকলকে আদর্শের সুস্থধারার রাজনীতি করতে হবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু চত্বর হতে বর্ণাঢ্য র্যালি ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। পরে পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।