সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মঈন উদ্দিন খান বাদল এমপির শোক সভায় বক্তারা বলেন-আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজকে সরকারি করণে মঈন উদ্দিন খান বাদল এমপির অবদান আজীবন স্মরণে রাখবে এলাকাবাসী। শিক্ষার উন্নয়নে অবহেলিত বায়েজিদ এলাকাবাসী দীর্ঘদিনের দাবি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজকে সরকারি করণে মাননীয় প্রধানমন্ত্রীসহ আলহাজ্ব মঈন উদ্দিন খান বাদল এমপি আন্তরিকভাবে বিশেষ অবদান রাখায় এলাকাবাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শিক্ষা উন্নয়নের
পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে মঈন উদ্দিন খান বাদলের অবদান ছিল অভুতপূর্ব। বিগত সরকারের আমলে বায়েজিদ এলাকায় অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন সাধিত হয়েছে। তাই তার সর্বশেষ স্বপ্ন ছিল কালুরঘাট সেতু পুনঃনির্মাণের দাবি। আশাকরি বর্তমান সরকার জনপ্রিয় এই এমপির শেষ আশাটি পূর্ণ করে মরহুমের আশাটি পূর্ণ করবে। কলেজের অধ্যক্ষ নুর মোহাম্মদ আনসারীর সভাপতিত্বে ও অধ্যাপক ড. মো: মোজাহেরুল আলমের স ালনায় আলহাজ্ব মঈন উদ্দিন খান বাদল এমপির কর্মময় জীবনের উদ্দেশ্য ও আদর্শ তুলে ধরে আরো বক্তব্য রাখেন-৩নং পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: জামাল উদ্দিন, ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি আহামদর রহমান, সহকারী অধ্যাপক শিরিন আক্তার চৌধুরী, মো: হোসেন উদ্দিন চৌধুরী,
শামিম আরা বেগম, এমআর সাদেকা বেগম, কাজী আজিজা বেগম, মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক নুর ই মমতাজ, জোবাইদা খাতুন, জিন্নাত আরা চৌধুরী, মো: আইয়ুব, নাসরীন বেগম, নুরুল আজম, ফরিদ আহম্মদ, সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন, তাজুল ইসলাম চৌধুরী, শেখ এম.বি রেজা আলী চৌ:, আল হামরা পারভীন, মিল্টন রায় চৌধুরী, মো: আনোয়ার হোসেন, মুহাম্মদ খালেদ, নাহারিন জান্নাত, রক্তিম বড়–য়া, অসীম বড়–য়া রুবেল, প্রদর্শক মোহাম্মদ আলী, মো: নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।