৩নং পাঁচলাইশ ওয়ার্ডস্থ শাহ হাবিব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন, রহমত উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব কফিল উদ্দিন খান। সভায় তিনি বলেন, শুধু পুথিগত শিক্ষা গ্রহণ করলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে
সুন্দর সমাজ বিনির্মাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সভায় প্রধান আলোচক ছিলেন, বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান খোন্দকার। তিনি সভায় বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হন। ভাল মানুষ সমাজে ভাল কিছু দিতে পারে। সৎ মানুষ না হলে সমৃদ্ধশীল রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। সভার শুরুতে অনুষ্ঠান এবং বিদ্যালয় পরিদর্শনে আসেন পাঁচলাইশ থানা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হামিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আক্তার’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সেলিম রনি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খোন্দকার ইরশাদুল আলম হিরা, মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন সমরকন্দি
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সেলিম হোসেন চৌধুরী, গাউছিয়া হাশেমী কমিটি, চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক কাজী রোকনুজ্জামান, বিদ্যালয়ের শিক্ষক নার্গিস আক্তার, ফরিদা ইয়াসমিন, দিলরুবা খানম, শবনম মোস্তারী, দিলছাফা সার্সিনা, সাইফুদ্দীন শাস্ত, ছাত্রলীগ নেতা আখতার হোসেন, মোঃ আলমগীর, তৌহিদুল ইসলাম টুটুল, তানজিম আহমেদ পাভেল, বিদায় ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব হাসনাত মাসুম শিহাব, ফেরদৌস মিফতা প্রমুখ। সভা শেষে বিদায়ী পরীক্ষার্থীদের অতিথিবৃন্দরা প্রবেশ পত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন।