নিউজ ডেস্ক:
চট্টগ্রামে হিযবুত তাহরীরের আঞ্চলিক’ প্রধানকে আটক করেছে পুলিশ ” চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ” জঙ্গী সংগঠনের সদস্যদের অভিযান চালিয়ে আটক করা হয় ১০ জন” সদস্যকে।নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের’ চট্টগ্রামের আঞ্চলিক প্রধানকে আটকের কথা জানিয়েছে পুলিশ। তবে তার নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, হিযবুতের আঞ্চলিক প্রধান চট্টগ্রামের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক ‘হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া, শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম
নগরীর বিভিন্নস্থানে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে ‘বেশ কয়েকজনকে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত চট্টগ্রামের কোতোয়ালি, চকবাজার ও বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মহানগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ কমিশনার শাহ আবদুর রউফ।এসময় তিনি আরো বলেন, ‘আমাদের ৫টি টিম পাঁচভাগে ভাগ হয়ে অভিযান চালাচ্ছে। হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধানকে আটক করা হয়েছে। আরও কয়েকজন আটক আছে। ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই
ও লিফলেট উদ্ধার করা হয়েছে।’বলেও জানান তিনি।”তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে বা তাদের নাম-পরিচয় কী, সে বিষয়ে কোনো তথ্য দেননি এই পুলিশ কর্মকর্তা।তিনি বলেন, শনিবার মহানগর পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে ব্রিফ করা হবে। তখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।তবে পুলিশের ৫ টি টিম পাঁচ ভাগে ভাগ” হয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।