নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে গোসাইলডাঙ্গা মন্দিরের পার্শে প্যাসিফিক গ্রুপের নির্মাণাধীন বিল্ডিং এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।খবর পেয়ে নগরীর আগ্রাবাদ ও বন্দর ষ্টেশনের ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৬টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। আগুন অনেকটা নিয়ন্ত্রণে বলে জানান ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।
চট্টগ্রামের আগ্রাবাদে নির্মাণাধীন একটি বহুতল ভবনে আজ রোববার দুপুরে আগুন লাগে। বহুতল ভবনটিতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এসময় আতঙ্কে মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা যায় চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন অজানা বাংলাদেশকে বলেন, দোতালার স্টোররুম থেকে দুপুরে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করেছে। বেলা ২টার সময় যোগাযোগ করলে ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আছে।