
জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের উদ্যোগে গতকাল ২৪ নভেম্বর বিকাল ৫টায় বেগম রোকেয়া দিবস, মহান বিজয় দিবস, উঠোন বৈঠক, সংস্থার প্রশিক্ষণ কার্যক্রম পর্যালোচনা সম্পর্কে এক মতবিনিময় সভা সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি হাসিনা মান্নানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম এর সদস্য তপতী সেনগুপ্ত, এড. বাসন্তী প্রভা পালিত, সদস্য মিসেস জান্নাত আরা মঞ্জু, সৈয়দা রিফাত আক্তার নিশু, সংস্থার নির্বাহী কর্মকর্তা শাহানা পারভীন প্রমুখ। সভায় সভাপতি বলেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম নারীদের
উন্নয়নে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় নানান মুখী প্রশিক্ষণ সহ সেবামূলক কাজ করে যাচ্ছে। যার কাজের ধারাবাহিকতা সমাজে পিছিয়ে পড়া মানুষের কল্যাণ নিশ্চিত করণে ভূমিকা রাখছে। তিনি জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থীদের সঠিক ও মানসম্মত প্রশিক্ষণ প্রদান করার জন্য সংশ্লিষ্ট প্রশিক্ষককে আহ্বান জানান। এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে বেগম রোকেয়া দিবস পালন, মহান বিজয় দিবস উদযাপন, বিভিন্ন উঠোন বৈঠক ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরো গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।