“আসুন সেবার হাত বাড়িয়ে দুঃখ দিই তাড়িয়ে” এই স্লোগানকে ধারণ করে সামাজিক কাজে অবদান রাখার ৩ বছর পূর্ণ হলো উৎসাহ সামাজিক সংগঠন এর ।
২৫ নভেম্বর চট্টগ্রামের সিআরবি-তে নানা রকম সামাজিক কার্যক্রমের মাধ্যমে উদযাপিত হয় উৎসাহ সামাজিক সংগঠনের বর্ষপূর্তি। “বর্ণের ইশকুল” এর সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নানা রকম শিক্ষামূলক কার্যক্রম করা হয়। উৎসাহ সামাজিক সংগঠন এর এই আনন্দের দিনে তারা বর্ণের ইশ্কুল, তাহফিজুল কোরআন মাদ্রাসা, ছমদিয়া তালিমুল উলুম এতিমখানা, ধনিয়ালাপাড়া ইসলামী একাডেমী এবং আদবাড়ীপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ, কোরআন শরীফ, বুক সেল্ফ, আলমিরা ইত্যাদি প্রদান করা হয়। সেই সাথে বর্ণের ইশকুলের কুইজ প্রতিযোগিতায়
বিজয়ী শিশুদেরকে পুরস্কৃত করা হয়।উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্ণর জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরী, সিআরবি পুলিশ ফাড়ি ইনচার্জ কামাল হোসাইন সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক জনাব শরীফুল ইসলাম সহ এমএইচ স্বপন, মঈনউদ্দিন আকবর, নজরুল ইসলাম জয়, নাইমুল জাফরান, আরাফাত মুহিত, হেদায়েত উল্লাহ। উৎসাহ সামাজিক সংগঠন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে “আমরা করবো রক্তদান”, হাটহাজারী ব্লাড ডোনার সোসাইটি, স্মাইল বাংলাদেশ, রক্তের আহ্বানে, আলো দেখাবোই, প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ, স্বপ্নদূত, অভিযাত্রিক সামাজিক সংগঠন তারুণ্যের সংশপ্তক,Whistle Blood link,
শিখর নেগেটিভ ব্লাড ব্যাংক, বড় হাতিয়া ব্লাড ব্যাংক, আরবান পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ইসরাফিল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ মাসুদুর রহমান, বক্তব্য রাখেন জিসান আহমেদ স্বাধীন এবং অতিথিবৃন্দ। সকলে উৎসাহ সামাজিক সংগঠনের এমন ভিন্নধর্মী কার্যক্রমের প্রশংসা করে সফলতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফয়ছাল চৌধুরী, শিবলু, শুভ, তুহিন, আবু, শাহাদাত, রাকিব, সাদ্দাম, ফারজানা,সৃষ্টি, আফিফ, হাবিব, রায়হানসহ উৎসাহ সামাজিক সংগঠনের সকল স্বেচ্ছাসেবকবৃন্দ। একইসাথে উৎসাহ সামাজিক সংগঠন দিনাজপুর টিম ৩য় বর্ষপূর্তি উদযাপন করেন। অনুষ্টানটি সভাপতিত্ব করেন দিনাজপুর টিম লিডার মিজানুর রহমান মিজু।