খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ টিকেট প্রিন্টিং প্রেস কলোনী হাই স্কুলে ২০১৯ইং সালের শিক্ষাবর্ষের সমাপনী ক্লাস উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাজীবনের তাৎপর্য তুলে ধরে উপদেশ ও পরামার্শমূলক বক্তব্যে বক্তারা বলেন, সুনাগরিক হয়ে আগামী দিনের সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমে নিয়মিত উপস্থিত থাকতে হবে। সামাজিক অনৈতিক কর্মকান্ড
হইতে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে অপব্যবহার হতে বিরত থাকতে হবে। এজন্য শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে সচেতন থাকতে হবে। এতে বক্তব্য রাখেন চাঁন্দগাও থানা শিক্ষক কর্মকর্তা জয়ন্ত বাড়ই, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কমিশনার মো: রফিকুল ইসলাম খোকন, সদস্য এ.জেড. এম মাহমুদুল ইসলাম মানিক, দেলোয়ার হোসেন কিরণ, আব্দুল মান্নান, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হান্নান হীরা, মহিলা অভিভাবক সদস তামান্না খানম নাজমা,
সহকারী প্রধান শিক্ষিকা শিখা চক্রবর্তী, মো: সাহাবুদ্দিন, শিক্ষিকা তাহেরা খাতুন, ফরিদা বেগম, মমিনুল হক, সাইফুন নাহার চৌধুরী, জান্নাতুল ফৌরদোস, বাহার উদ্দীন, শ্রাবনী চৌধুরী, সুমন আলী, আব্দুর রহিম, আবদুল কাদির, জয়নাল আবেদীন, মিজানুর হাসান চৌধুরী, মহিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কেক কেটে ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেন।