
গোসাইলডাঙ্গা ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদ্যাপন পরিষদের উদ্যোগে ৩ দিন ব্যাপী বিনামূল্যে নাক, কান, খৎনা ও রক্তদান ক্যাম্পের উদ্বোধন গতকাল ২৭ নভেম্বর সকাল ১০ টায় পরিষদের সভাপতি আব্দুল রহমান শেঠের সভাপতিত্বে বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও শিল্পপতি সেকান্দার আলী, জহুরুল আলম, আব্দুল গফুর সাগির, মাহবুবুল আলম, আব্দুর রাজ্জাক মাসুদ, মাহবুব আলম,
পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শওকত মান্নান, রকিবুল হাসান রকিব, হাজী ইলিয়াছ শাহ মাইজভা-ারী, হাজী ফজল মিয়া, হাজী আজিজুল হক, আবুল কাশেম গনি, মোঃ সোহেল, তাসবিরুল হক প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম সব সময় মানবকল্যাণে ও মানুষের উন্নয়নে ভূমিকা রাখে। আজকেও গোসাইলডাঙ্গা ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদ্যাপন পরিষদ মিলাদ মাহফিলের পাশাপাশি দুঃস্থ মানুষের চিকিৎসার জন্য যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় জোরালো ভূমিকা রেখে যাচ্ছে। তিনি সকলকে মানবকল্যাণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। উল্লেখ্য তিন দিন ব্যাপী এ চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।