১৯১৩ থেকে ১৯১৬ সালে প্রস্তুতকৃত সি.এস ম্যাপ অনুযায়ী চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দ্বীপ উপজেলার সীমানা নির্ধারণের দাবিতে (১৯৫৪ সালে সংশোধিত থানা ম্যাপ) এবং সন্দ্বীপ উপজেলাধীন সাবেক ন্যায়মস্তি ইউনিয়ন বর্তমান ভাসান চর-কে নোয়াখালী জেলার অধীন থানা ঘোষনার প্রতিবাদে গতকাল শুক্রবার ২৯ নভেম্বর ২০১৯ সকাল ১১টায় গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধন করা হয়।সভায় বক্তারা নোয়াখালী জেলার অধীনে ভাসান চর-কে থানা ঘোষণার প্রতিবাদ জানিয়ে বলেন, সন্দ্বীপ উপজেলার ভেঙ্গে যাওয়া সাবেক ন্যায়মস্তি ইউনিয়নে যে চর জেগে উঠেছে সেটিই ভাসান চর। নোয়াখালীর সাথে চট্টগ্রামের সীমানা নির্ধারণ করা হলে এই চিত্রেই উঠে আসবে। সন্দ্বীপ নাগরিক সমাজের উদ্যোগে সন্দ্বীপ উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার হাই স্কুল মোড় সংলগ্ন পূর্ব
সন্দ্বীপ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেবেন নূর সুলতান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র নন্দী।সন্দ্বীপ নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাসেম শিল্পী, সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মিজানুর রহমান বাবু, মাকছুদের রহমান, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল আলম মানিক, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সন্দ্বীপি, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যান সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, সন্দ্বীপ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক
মাস্টার মাধব চন্দ্র রায়, উত্তর সন্দ্বীপ ডিগ্রী কলেজের প্রভাষক মো: সালাহ উদ্দিন, সন্তোষপুর হাই স্কুলের সহ-প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, মুছাপুর জুনিয়র সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু রানী রায় চৌধুরী, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি মাস্টার আবদুর রহমান ভূঁইয়া রিপন, কবি নীলাঞ্জন বিদ্যুৎ, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, ছাত্রনেতা রেজাউল করিম, আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তির
সচিব প্রধান শিক্ষক সায়েদ উল্লাহ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতার সচিব মাস্টার মোশাররফ হোসাইন নূর, সন্দ্বীপ রক্তদাতা সংগঠনের আলাউদ্দিন আকাশ, সন্দ্বীপ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষক নেতা রিদোয়ানুল বারী, দৈনিক আমার সংবাদ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি সাংবাদিক ইলিয়াছ সুমন প্রমুখ।গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধনী সভায় বক্তারা সাড়ে চার লক্ষ সন্দ্বীপবাসী উক্ত গনসাক্ষরতা অভিযানে সাক্ষর করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।