গত ২৯ই ডিসেম্বর বোয়ালখালীতে বিএনপি জামাত গোষ্ঠি পরিকল্পিতভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন। লিখিত বক্তব্যে এস.এম বোরহান উদ্দিন বলেন, গতকাল বোয়ালখালীতে বিনা দাওয়াতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বোয়ালখালী পৌরসভা মেয়র বিএনপি জামাত সমর্থিত নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হয়ে আসন্ন চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের জন্য ভোট চাইলে সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিহত করেন। কে বা কারা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য উনাদেরকে
হামলা করেছে। এই বিষয়ে আমি অবগত নয়, আমাকে নিয়ে অযথা মিথ্যাচারের নিন্দা জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মোকারম চেয়ারম্যান, বোয়ালখালী পৌর আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন, শহিদুল ইসলাম উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: ইয়াছির, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, শারওয়াতলী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল মোকাররম, চর খিজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রফেসর আবু নাঈম চৌধুরী, পূর্ব কদুরখীল ইউনিয়ন আওয়ামীলীগ আহ্বায়ক দিদারুল আলম
দিদার, উপজেলা আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক ওয়াসিম মুরাদ, সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক সায়েম কবীর, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরওয়ার আলম, দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ সভাপতি মোহাম্মদ আলী, রেহান পারভেজ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, দিদারুল আলম শুভ, হোছাইন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মো: মানিক, উপ প্রচার সম্পাদক নাঈম উদ্দিন মাহফুজ, উপ- গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন, বোয়ালখালী উপজেলা সভাপতি আবদুল মোনাফ মহিন, কানুনগো পাড়া সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস.এম কাজেম, বোয়ালখালী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক নয়ন উদ্দিন রিকন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর রেজা প্রমুখ।