ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট কর্তৃক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে কু-রুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ˆছলা-আফজলাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে লাকেশ্বর বাজারে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি ফিরোজ আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
উপজেলা আ’লীগের যুগĄ আহবায়ক গয়াছ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা গৌছ উদ্দিন, আবদুস ছোবহান, মনু মিয়া, আছাব আলী, মাস্টার আমির আলী, আলমাছ আলী, বারিক উল্লাহ, আমিরুল ইসলাম, ইলিয়াছ, আবদুস শহিদ, শাহজাহান, আমির আলী, আবদুল হামিদ, আলা উদ্দিন, আবদুল আলী, সাবেক মেম্বার শমসির আলী, আবদুল ওয়াহিদ মেম্বার, মিলন মেম্বার, আবুল হোসেন মেম্বার, নোয়াব আলী মেম্বার, আবদুল মতিন মেম্বার, সাবেক মেম্বার আজাদ মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুন মিয়া, দিলোয়ার হোসেন, আবদুল
কাইয়ুম, আবদুস শহিদ, ফয়জুল হক, বাদশা মিয়া, শাহ জাহান, শাহজাদ, আশিক, কয়ছর, মঈনুল, সালেহ, ˆসয়দ, সুয়েব, বাছিত, দুদু, নজমুল, আবদুল হান্নান, সুহেল মিয়া, শফিকুল, দীলিব দেবনাথ, ˆছলা আফজলাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সুমন আহমদ, খালেদ রানা, আখতার, পার্থ, জাহেদ, শামসুদ্দিন প্রমূখ। এর আগে লাকেশ্বর বাজারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।