রাঙ্গামাটি প্রতিনিধি :
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও এর বাস্তবায়ন বিষয়ক সেমিনারে কাপ্তাই নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল: ভোক্তারা সচেতন হলে কেউ ভেজাল খাবার বিক্রি করতে পারবে না। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বলেন, ভোক্তারা সচেতন হলে কোন বিক্রেতা ভেজাল খাদ্য বিক্রি করতে পারবেনা, তাই প্রথমে ভোক্তাদের সচেতন হতে হবে, তারা পণ্য কিনার সময় যাচাই বাচাই করলে কখনোও কেউ ভেজাল, মেয়াদউর্ত্তীণ খাবার কিংবা পণ্য বিক্রি করতে সাহস করবে না। তিনি আরোও বলেন, এই সংক্রান্ত কঠোর আইন রয়েছে, সুতরাং
বিক্রেতারা ভেজাল কিংবা মেয়াদউর্ত্তীণ পণ্য বিক্রি করলে কঠোর আইন প্রয়োগ করা হচ্ছে এবং ভবিষ্যতে করা হবে। কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার( ৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সদরে র্যালি শেষে সেমিনারে সভাপতির বক্তব্যে ইউএনও আশ্রাফ আহমেদ রাসেল একথা বলেন। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।এবং সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন। এর আগে একটি র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।