আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র এক সভা অদ্য ৮ ডিসেম্বর রবিবার নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াস্থ আলমগীর খানকাহ শরীফে আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মু:জি:আ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসিম শাহ্ (মু:জি:আ) ও শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ হামিদ শাহ্ (মু:জি:আ)। সভায় আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মু:জি:আ) বলেন, ইসলামের সঠিক দাওয়াত বিশ্বে নানা প্রান্তে পৌঁছে দেওয়ার মানসে আল্লামা সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রা:) বাংলার জমিনে আনজুমান ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে আজ অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে তাঁরই বংশ পরমপরায় শরীয়তের শিক্ষা ও খানকাহর মাধ্যমে ত্বরিকতের দিক্ষা
পাচ্ছেন কোটি মানুষ। তিনি বলেন, হযরত গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী (রা:)’র এ মহান সিলসিলায়ে আলীয়া কাদেরীয়ার রুহানী দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নি ট্রাস্ট এবং গাউসিয়া কমিটি। ইসলামের সার্বজনীন আদর্শে সঠিক দ্বীনের দাওয়াতি কার্যক্রম আনজাম দিচ্ছে আনজুমান ও গাউসিয়া কমিটি। তিনি বলেন, আমাদের নসীব ভালো যে, সঠিক সিলসিলা পেয়েছি। সকল ধরণের অহমিকা ও তাকব্বরী হিংসা, অন্যায় এ সিলসিলার আর্দশ ও শিক্ষা নয়। উদার মনে মানুষের মাঝে নিজেদের উপস্থান করে ইসলামের সুমহান বাণী ও নবী করীম (দ:)’র আদর্শকে ব্যক্তি জীবনে ও সর্বস্তরের মানুষের অন্তরে পৌঁছে দিতেই এই মিশনের প্রধান লক্ষ ও উদ্দেশ্য। এই লক্ষ্যেই আজ আনজুমান গাউসিয়া কমিটির নিরলস কর্মীরা কাজ করে
যাচ্ছেন। আগামীতে আনজুমানের আরো বহুমুখী উদ্যোগ ও এর সম্প্রসারণ আরো বেগবান করতে হবে বলে তিনি আনজুমান দায়িত্বশীলদের আহ্বান জানান। আলোচনায় অংশ নেন আনজুমানের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ শামছুদ্দিন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, এ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান,
কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুনিèয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ অছিয়র রহমান, শায়খুল হাদীস আল্লমা মুফতি ওবাইদুল হক নঈমী, শায়খুল হাদীস মুহাম্মদ সোলাইমান আনসারী, আনজুমান ট্রাস্ট’র উপদেষ্টা সদস্য এ.কিউ.আই চৌধুরী, ট্রাস্ট’র সদস্য মুহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু, মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ নূরুল আমিন, মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, শেখ নাসির উদ্দিন আহমেদ, মুহাম্মদ তৈয়বুর রহমান, মোহাম্মদ
আলী, মুহাম্মদ আবদুল হামিদ, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল কাদির খোকন, মুহাম্মদ আবদুস সাত্তার, মুহাম্মদ আবদুল হাই মাসুম, আবদুল মোনাফ সিকদার, এস, শরফুদ্দিন মোঃ শওকত আলী খাঁন শাহীন, প্রফেসর মুহাম্মদ জসিম উদ্দিন , তসকীর আহমেদ, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন। শেষে হুজুর আল্লামা তাহের শাহ্ (মু:জি:আ)’র আনজুমান ট্রাস্ট, গাউসিয়া কমিটি, সিলসিলার সকল পীর ভাই-বোন মুসলিম মিল্লাতের জন্য দোয়া ও মুনাজাত করেন।