চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে নারী জাগরণ ও নারী শিক্ষার অগ্রদুত বেগম রোকেয়ার মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন আগরতলার খ্যাতিমান কবি ও সাহিত্যিক নিয়তি রায় বর্মন। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ড.মুজাহিদ রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় ওতে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট আইনজীবী রতন চক্রবর্তী, লেখক এম.এ.সবুর, আবৃত্তিশিল্পী শবনম ফেরদৌসী, লুপর্ণা মুৎসুদ্দী, শাহীন ফেরদৌসী, সাজেদা বেগম প্রমুখ। সভায় নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় কবি ও সাহিত্যিক নিয়তি রায় বর্মনকে বেগম রোকেয়া স্মারক প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে কয়জন মানুষের প্রচেষ্টায় নারী সমাজের প্রভূত উন্নয়ন হয়েছে বেগম রোকেয়য় তাদের মধ্যে অন্যতম। নারী জাগরণের অগ্রদূত এই মহীয়সী নারী কাজ করে গেছেন নারী স্বাধীনতা, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে। নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়া আমৃত্যু কাজ করে গিয়েছেন। বেগম রোকেয়া তাঁর জীবন সংগ্রামের মাধ্যমে বুঝতে পেরেছিলেন য়ে শিক্ষা ছাড়া নারীর মুক্তি নেই। কেননা একমাত্র শিক্ষাই পারে আমাদের যুক্তির আলোয় নিয়ে আসতে, মুক্তির পথ দেখাতে।