আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা ও ডবলমুরিং থানা কমিটির উদ্যোগে সমাবেশ আলোচনা সভা ও শোভাযাত্রা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার গ্লোবাল অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ। কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর, সহ-সভাপতি মোঃ আবুল কাশেম,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরে আলমগীর চৌধুরী, ডবলমুরিং থানা কমিটির সভাপতি ও জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী চান্দু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, শামসুদ্দীন রুবেল, সাংগঠনিক সম্পাদক আবদুল ওহাব ও নেতৃবৃন্দ যথাক্রমে আবু শাহাদাত চৌধুরী শিপন, লায়ন শামসুজ্জামান সুমন, লায়ন নবিউল হক সুমন, আমির হোসেন সুমন, ফরহাদ উদ্দিন চৌধুরী উল্লাস, এইচ.এম. ইকবাল, মিজানুর রহমান, মোঃ জাবেদ হোসাইন, ডা. মীর হোসেন মাসুম, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, মিলন, ফজলুল করিম কামাল, নুরুন্নবী মিয়া, মোঃ
নুরনবী রাজু, স্বাধীন বর্মন, আলোকচিত্রী যদু দাশ, গোলাম রহমান, মো: মনির হোসেন, মো: শাহাদাত, নারী নেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, সৌমিয়া সালাম, আমেনা বেগম ডলি, হোসনে আরা বেগম শ্যামলী, ঝর্ণা আক্তার শাস্তা প্রমুখ। বক্তারা বিশ্বের সকল প্রান্তে সকল মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে স্বোচ্চার হতে এবং সকলের সহযোগিতায় সর্বস্তরের মানবাধিকার প্রতিষ্ঠা করার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সর্বমহলের অংশগ্রহণ ও সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।