১৪ ডিসেম্বর শনিবার। গাউছিয়া কমিটি বাংলাদেশ উত্তর / পশ্চিম ও পৃব ফরিদের পাড়া ইউনিট শাখার উদ্যোগে। পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম,ও ফরিদের পাড়ার মরহুম-মরহুমাদের ” ইছালে সওয়াবের উদ্দেশ্য। ইমামুল আউলিয়া কনফারেন্স”২০১৯ সম্পন্ন হয়। হাজী মুহাম্মদ রফিক সওদাগর-এর সভাপতিত্বে ও মুহাম্মদ শওকত আলী”র সঞ্চালনায়, প্রধান মেহমান হিসাবে কোরআন ও হাদীসের আলোকে ড্বকরিত পেশ করেন, আলহাজ্ব মাওলানা ডঃ মুহাম্মদ নাসির উদ্দিন নঈমী। মুহাদ্দিস কাদিরীয়া তৈয়্যবিয়া আলিয়া (কামিল) মাদরাসা” মোহাম্মদপুর, ঢাকা। প্রধান ওয়ায়েজিন, হযরতুল আল্লামা হাফেজ মুহাম্মদ সাইফুদ্দিন কাদেরী। সুপার সুলতান নছরত শাহ্ সুন্নিয়া মাদ্রাসা বড়দীঘির পাড় হাটহাজারী রোড চট্টগ্রাম। বিশেষ বক্তা, আলহাজ্ব হাফেজ মুহাম্মদ আবদুল বাতেন
সাহেব। পেশ ইমাম মুকিম খন্দকার জামে মসজিদ।বিশেষ মেহমান, আলহাজ্ব মুহাম্মদ আবদুস সালাম সাহেব, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ ৪ নং ওয়ার্ড শাখা চান্দগাঁও চট্টগ্রাম। আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন মানিক। সাধারণ সম্পাদক গাউসিয়া,কমিটি বাংলাদেশ ৪নং ওয়ার্ড শাখা চান্দগাঁও চট্টগ্রাম। এতে আরো উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর পশ্চিম, ফরিদের পাড়া ও পূর্ব ফরিদের পাড়া ইউনিট শাখা ৪নং ওয়ার্ডের, আলহাজ্ব আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী সাধারণ সম্পাদক উত্তর পশ্চিম পাড়া মুকিম খন্দকার সমাজ উন্নয়ন কমিটি, মোঃ
আবুল কালাম অর্থ সম্পাদক গাউছিয়া কমিটি ৪ নং চান্দগাঁও শাখা। ইউনিট। মোঃ জানে আলম, সহ-সাধারণ সম্পাদক, গাউসিয়া কমিটি ৪নং ওয়ার্ড চান্দগাঁও ইউনিট শাখা। মোঃ আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক গাউছিয়া কমিটি ৪নং ওয়ার্ড ইউনিট শাখা। মোহাম্মদ মহিউদ্দিন সহ-সাংগঠনিক সম্পাদক গাউসিয়া কমিটি বাংলাদেশ ৪ নং ওয়ার্ড ইউনিট শাখা। এসময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য মো হারুনুর রশীদ মোহাম্মদ আলী মাওলানা আলাউদ্দিন গোলাম মোস্তফাসহ প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন তিনি এসময় তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন গাউছে পাকের শান মানের যেন, কোনো ধরনের আঘাত না আসে তেমনভাবে জীবন ধারণ করতে হবে, সুন্নি মুসলমানদের।
এসময় তিনি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী জীবনী নিয়ে বয়ান করেন। এসময় সভাপতির বক্তব্যে হাজী মোহাম্মদ রফিক সওদাগর বলেন, উত্তর-পশ্চিম ও পূর্ব ফরিদের পাড়া গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে মরহুম ও মরহুমাদের দোয়া এবং ৭১’এ শহীদ বুদ্ধি জীবীদের জন্য দোয়া চেয়েছেন তিনি। এসময় গাউসিয়া কমিটি বাংলাদেশ,উত্তর পশ্চিম ও পূর্ব ফরিদের পাড়া ইউনিট শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দীন বাপ্পী একান্ত সাক্ষাৎ কারে বলেন সঠিক ইসলাম ও হক্কানি সিলসিলা চিনা এখন বড়য় কষ্ট কর,কারণ মুসলমানদের মাঝে ইসলামিক লেবাস পড়িদান
করে ইহুদি ইজম নিয়ে আসছে জে কারণে আজ সারা পৃথিবীতে মুসলমানরা নিজ্জাতিত,তাই আজকে বিশ্বের মুসলিম ও হক সিল সিলা কে এক হওয়া এখন সময়ের দাবি,সে জন্য সবাই কে গাউসে পাকের দামান ধরে গাউসে পাকের পতাকার তলে আসার আহবান জানান আগামী বৎসর আরও বৃহৎ আকারে এ মাহফিল সৌন্দর্য করে উৎযাপন করতে পারি, তার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। পরিশেষে প্রধান মেহমান মুসলিম উম্মাদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করে মাহফিল সমাপ্তি করেন।