
খুলশী থানা আওয়ামী লীগের উদ্যোগে পাহাড়তলী নবনির্মিত শেখ রাসেল শিশুপার্ক উম্মুক্ত মে নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন খুলশী থানা আওয়ামী লীগের উদ্যোগে ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন সমূহের সার্বিক সহযোগিতায় ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন হিরনের পৃষ্ঠপোষকতা মহান বিজয় দিবস উপলক্ষ্যে অদ্য ১৫ ডিসেম্বর বাদ আসর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম, বিকাল ৪টায় দোয়া মাহফিল, বিকাল ৫.৩০ মিনিটে তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি
ঘোষণা করা হয়। মহানগর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মাসুদ রেজার সঞ্চালনায় প্রয়াত নেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন। এসময় আরো উপস্থিত ছিলেন ৯,১০ ও ১৩ ওয়ার্ডের চসিক কাউন্সিলর আবিদা আজাদ, খুলশী থানা আওয়ামী লীগের সদস্য আলী আশরাফ মজুমদার, মোঃ নওফেল আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মঈন উদ্দীন রূপন, নাদিরা সুলতানা হেলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সমবায় ও কৃষি সম্পাদক হায়দার হোসেন বাদল, দপ্তর সম্পাদক এবিএম আকরামুল, তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মাহমুদুর
রহমান মাহমুদ, মোঃ সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী যুবলীগ সদস্য রতন মল্লিক, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মাসুদ রানা, মোঃ সামসুদ্দীন, হাসান মুরাদ, মোঃ আকবর আলী, মোঃ আলী, খুলশী থানা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, প্রজন্ম’৭১ পাহাড়তলী ওয়ার্ড শাখার আহ্বায়ক বেলাল হোসেন মনা সহ ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সেগুন বাগান তা’লীমুল কোরআন মাদ্রাসার ২০জন হাফেজ কোরআন খতমে অংশগ্রহণ করেন। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও
মুনাজাত পরিচালনা করেন ঝাউতলা জামিয়া কোরানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আলী ওসমান ও পাহাড়তলী ডিআরএম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হেলাল উদ্দীন। আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রথম পর্বে- সকাল ৭টায় সমাবেশ, সকাল ৭.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯.৩০ মিনিটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। ২য়পর্বে- ২.৩০ মিনিটে বিজয়
র্যালি, ৩টায় শিশু-কিশোর সমাবেশ, ৩.৩০ মিনিট হতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাসিনা মহিউদ্দিন। উক্ত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে খুলশী থানা আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গসংগঠন সমূহের দায়িত্বরত নেতাকর্মীদের যথাযথ দায়িত্ব পালন করার জন্য অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন ও সদস্য সচিব ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ ভূইয়া আহ্বান জানান।