আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মহানগর সভাপতি মাওলানা শাহ নূর মুহাম্মদ আল কাদেরীর সভাপতিত্বে আজ ১৬ ডিসেম্বর চেরাগী পাহাড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা জামেউল আখতার আশরাফীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল্লামা ড. মুহাম্মদ লিয়াকত আলী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী, মাওলানা ফারুকী, নূরুল ইসলাম জিহাদী, মাওলানা আব্দুল নবী, মাওলানা আশরাফ
হোসাইন, দস্তগীর আলম, মাওলানা ইদ্রিস আল কাদেরী, গবেষক জসিম উদ্দিন মাহমুদ, মাওলানা আহমুদুল্লাহ ফোরকান খান আল কাদেরী, মাওলানা আবুল কাশেম তাহেরী, মাওলানা সোহাইল উদ্দিন আনছারী, মাওলানা তারেকুল ইসলাম আল কাদেরী, মাওলানা নূরুল্লাহ রায়হান খান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা নুরুচ্ছফা আল কাদেরী, বেলাল উদ্দিন, আলী আক্কাস নূরী, হাফেজ নূরুল আলম প্রমুখ। বক্তারা বলেন, এদেশের স্বাধীনতা সংগ্রামে বলিষ্ট ভূমিকা রেখেছিল সুন্নী ওলামা-মাশায়েখ ও সুফিবাদি জনতা। ইসলামের শাশ্বত-শান্তিময় রূপের ধারক-বাহক পীর-
মাশায়েখগণ দেশে জঙ্গীবাদী আস্ফালন থেকে শুরু করে সব ধরণের উগ্রতার বিরুদ্ধে স্বোচ্ছার ছিল সবসময়। যারা ১৯৭১ সালে ইসলামের বুলি আওড়িয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এখনো অরাজকতা সৃষ্টির পায়তারা করছে মাঠে-ময়দানে তাদের স্বরুপ উন্মোচন করে সাধারণ মুসলিম জনতার মাঝে বিভ্রান্তি নিরসনে কাজ করে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ। বক্তারা আগামী ২৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় কাউন্সিল সফল করার আহ্বান জানান। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে মিলাদ-কিয়াম ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।