
মোঃ কামাল হোসেনঃ
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর ৩৪ নং পাথরঘাটাস্থ সওজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গণে বিকাল ৪ ঘটিকায় সামাজিক সংগঠন “বিজয় ৭১” এর উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি নূরুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ পাল দেবু। বিশেষ অতিথি ছিলেন সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, ৩৪ নং
পাথরঘাটা ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ মঈন উদ্দীন। বক্তব্য রাখেন, নগর যুবলীগ নেতা আসিব শাহীন, নূর আজাদ রনি, মোঃ ইমরান হোসেন, নয়ন ঘোষ, সঞ্জয় চৌধুরী, সজল দে, মোঃ নুরুল হক, মুন্না, আরমান, ছাত্রলী নেতা মোঃ ফরহান, সাগর হোসেন, হায়দার, মুন্নন, শাকিল, ইমন, হাসান, সজীব, তৌহিদ, সানি দত্ত, প্রান্তিক সেন, ফয়সাল, সুমন, টিপু মজুমদার, ফরিদ, পারদীন, জাহেদ, সায়েম, জনি, সোহেল আরমান প্রমুখ।সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেও যুদ্ধের প্রয়োজন হতে পারে। কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাওয়া এই স্বাধীন বাংলা স্বাধীনতা বিরোধী
হায়েনাদের রক্ত খেলায় ম্লান হয়েছে অনেকবার। যারা স্বাধীনতা চায়নি তারা দেশের রাষ্ট্রিয় ক্ষমতা দখল করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। বিএনপি নামক দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রিয় ক্ষমতা দখল করে নিজে রাষ্ট্রপতি এবং রাজাকার শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করে দেশকে নব্য পাকিস্থানে পরিণত করেছিল। মহান মুক্তিযোদ্ধাদের স্বপ্ন স্বাদ ভুলন্ঠিত করে রাজাকার তথা দেশ বিরুধীদের পুরুষ্কৃত করেছিল জিয়াউর রহমান। বিএনপির বর্তমান চেয়ারপার্সন দূর্নীতিবাজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জামায়াত নেতা
মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী সহ চিহ্নিত অনেক যুদ্ধাপরাধীদের এমপি, মন্ত্রী করে তাদের গাড়িতে বাংলার স্বাধীনতার পতাকা তুলে দিয়েছিল, দেশে বিদেশে তাদের সরকারি চাকুরি দিয়ে পূনর্বাসন করেছিল।কিন্তু পক্ষান্তরে আওয়ামীলীগ ক্ষমতায় গিয়ে দেশের মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানের আসনে বসিয়েছে। বর্তমানে রাষ্ট্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।