গাউসিয়া কমিটি পটিয়া উত্তর ছনহরা শাখা ও খানকাহ-এ কাদেরীয়া সৈয়দিয়া তৈয়্যবিয়া ও তাহেরিয়ার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে-মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা ইয়াজদাহুম মাহফিল প্রস্তুতি কমিটির সভাপতি কাজী আবু তাহেরের সভাপতিত্বে নুর মুহাম্মদ সিকদার বদি’র সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহেমান ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ অছিউর রহমান আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। বিশেষ বক্তা ছিলেন
আলহাজ্ব মাওলানা ইউসুফ জিলানী। মাওলানা ফরিদুল আলম আলকাদেরী, মাওলানা বদিউল আলম, উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, গাউসিয়া কমিটি পটিয়া উপজেলা শাখার সভাপতি এম. মাহবুবুল আলম, গাউসিয়া কমিটি ছনহরা ইউনিয়ন শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী, আলহাজ্ব লোকমান সিকদার, শফিউর রহমান খোন্দকার, আহমদ নুর সিকদার, নুরুল হক সিকদার, শহীদুল আলম সিকদার, সৈয়দ হোসেন মুন্সি, রশিদুল আলম দৌলতী, আব্দুর শুক্কুর, মোঃ দিদার শিকদার, দিন মোহাম্মদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।