গত ১৭ ডিসেম্বর ২১নং জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মরণে এক আলোচনা সভা সংগঠনের ওয়ার্ড সভাপতি আলহাজ্ব আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা রাশেদুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ডা.
মঈনুল ইসলাম, পিযুষ কান্তি বিশ্বাস, অধ্যাপক শফিউল বশর, মোঃ জাহাঙ্গীর মোস্তফা, মোঃ ইসমাইল, অনিল দাশ, মোঃ শামসুদ্দিন নুরী, নবুয়াত আরা ছিদ্দিকী রকি, মৃদুল কুমার দাশ, রঞ্জন রশ্মি বড়–য়া, শাহানারা বেগম, মাহমুদুল হক বাবুল, স্বপন চৌধুরী খোকা, যতীন্দ্র নাথ বল্লব, মোঃ শরফুদ্দিন মাহী, কা ন চৌধুরী, মোঃ মহরম হোসাইন, মোঃ আহসান উল্লাহ, যুবলীগ নেতা সাহেদ হোসেন টিটু, সিজার বড়–য়া, অঞ্জন দত্ত, মান্না দে, অনুপম চৌধুরী, জাহেদুল ইসলাম চৌধুরী মঞ্জু, ইসমাইল উদ্দিন লিটন, বিকাশ দাশ, মোঃ জসিম উদ্দিন, শিউলি দে প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ এবং জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছে। এখন প্রয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠায় যে স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে রাজাকার ও জঙ্গীবাদমুক্ত, অসম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনায় উজ্জ্বীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার বিজয়ের ৪৮ শেষে আগামীর শপথ নেওয়ার। আলোচনা সভা শুরুর প্রাক্কালে ১৯নং বাকলিয়া ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস.এম. মহিউদ্দিন মহিমের অকাল মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।