মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের উদ্যোগে শিক্ষক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ নুর মোহাম্মদ আনসারী বলেছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল শহীদ শ্রেষ্ঠ সন্তানদের অবদানে আজকের এই বাংলাদেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে ৯ মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে ও লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বিজয় আমাদের অহংকার ও গৌরবের। আগামী ২০২১ বিজয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ তাই আগামী প্রজন্মের কাছে এই বাংলাদেশকে শতবর্ষে পালনের লক্ষে উন্নয়নশীল দেশ গড়তে সভার আগে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কলেজের অধ্যাপক ড. মোহাম্মদ
মোজাহেরুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শিরিন আক্তার চৌধুরী, মো: হোসেন উদ্দিন চৌধুরী, শামিম আরা বেগম, এমআর সাদেকা বেগম, কাজী আজিজা বেগম, মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক নুর ই মমতাজ, জোবাইদা খাতুন, জিন্নাত আরা চৌধুরী, মো: আইয়ুব, নাসরীন বেগম, নুরুল আজম, ফরিদ আহম্মদ, সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন, তাজুল ইসলাম চৌধুরী, শেখ এম.বি রেজা আলী চৌ:, আল হামরা পারভীন, মিল্টন রায় চৌধুরী, মো: আনোয়ার হোসেন, মুহাম্মদ খালেদ, নাহারিন জান্নাত, রক্তিম বড়–য়া, অসীম বড়–য়া রুবেল, প্রদর্শক মোহাম্মদ আলী, মো: নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।