মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত ও আহলে সুন্নাতের অহিংস মতাদর্শে পরিচালিত একমাত্র ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ২০ ডিসেম্বর শুক্রবার মধ্যম চন্দনাইশ দলীয় কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবু জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার এম বদিউল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত চন্দনাইশ পৌরসভার সভাপতি মাওলানা মনিরুল হক কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, পৌরসভার সহ-সভাপতি কবির মাজাহার হেলাল, সেকান্দর হোসেন সোহেল, জামাল উদ্দিন
চৌধুরী, মাওলানা সাহাব উদ্দিন, বদিউল আলম, আব্দুল কাদের, মোঃ মুজিবুল হক কোম্পানী, গাজী আবছার, আরিফুল ইসলাম, মোঃ ইউনুচ, সাইফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৯০ সালের ২১ শে ডিসেম্বর, দলটি প্রতিষ্ঠা লাভ করে। এর পর থেকে জাতীয়, স্থানীয় প্রায় প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে দেশের দ্বীন মাজহাবের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সন্ত্রাস, মাদক, রাজাকার, দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করছে। উল্লেখ্য যে, আগামী ২৩ ডিসেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের জাতীয় কাউন্সিল সফল ও স্বার্থক করার আহ্বান জানান।