কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটি কাপ্তাইয়ের ১৮ ডিসেম্বর ২০১৯ (পৌষ মাস)হ্রদ আর উচু নীচু পাহাড় বেষ্টিত পার্বত্য এলাকায় শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে ক্ষণে ক্ষণে । ক্রমেই কমছে বাতাসে আর্দ্রতা আর বাড়ছে হিমেল ঠান্ডা পরশ। বর্তমানে দিনের বেলা হালকা শীত ও রাতের বেলায় বেশ শীত অনুভূত হচ্ছে ।বিশেষ করে ভোর বেলায় কাঁথা শরীরে মুড়িয়ে নিতে হচ্ছে।পার্বত্য জেলায় শীতের আগমন জানান দিচ্ছে কুয়াশায় ঢাকা পড়ছে সবদিকে দিনের বেলায় কিছুটা গরম থাকলে ও সন্ধ্যা নামার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে।রাত ভর বৃষ্টির মতন টুপ টুপ করে কুয়াশা ঝড়তে
থাকে ।বিশেষ করে ধানের শীষের কুয়াশা বিন্দু বিন্দু জল দেখা যায়।কাপ্তাইয়ের ব্যাংছড়ি মারমা পাড়া মংসুইহ্লা মারমা মাতবর(কারবাড়ি)৬০ তিনি বলেন পাহাড়ে আদীবাসিরা খুব কষ্ট করে ক্ষেঠি খামার এবং জুম চাষ করে থাকে বেশ কয়দিন ধরে প্রচন্ড শীত এবং ঘন কুয়াশার কারণে লোকজন কাজে যেতে পাড়চ্ছেনা।তিনি আরো বলেন একদিকে বৃষ্টির মতন ঘন কুয়াশা আর একদিকে বনের হাতী এলাকার প্রতিবেশী আতঙ্কে ভয়ে কোন কাজে যেতে পারচ্ছেনা সকালে যারা ঘাসের উপড় দিয়ে হাঁটা চলা করেন কুয়াশা কারণের তাদের পড়ণের কাপড় ভিজে যায়।জুম চাষি
রবি তনচংগ্যায় জানান সূর্য উঠার পর যখন কিছুটা গরমে জনজীবন যখন কাহিল ,তখন শীত প্রশান্তির বার্তা নিয়ে উপস্থিত হয়।এই শীতের আগমনী বার্তাকে কেন্দ্র করে রাঙ্গামাটি কাপ্তাইয়ে শহর গুলোতেই চলছে শীতের পিঠা মহাৎসব। এসবের মধ্যে রয়েছে ভাপা পিঠা, কলা পিঠা, বিনি পিঠা, চিতল পিঠা,কুলি পিঠা ,পিঠা ক্ষেতে ভির জমেছে আড্ডায়স্থ গুলোতে একিই ভাবে কাপ্তাই নতুন বাজার সি,এন,জি স্টেশনের পাশের পিঠা খাওয়ার জন্য মানুষ ভির জমাতে দেখা যায়।এদিকে শীতের প্রোকৌপের কারণের সর্দি,কাশি,মাথা ব্যাথা সহ নানান রোগের আক্রান্ত হচ্ছে অনেকের তবে পরামর্শকরা জানান একটু সচেতন হলে এসব থেকে রক্ষা পাওয়া সম্ভব।