নিউজ ডেস্ক৷
চট্টগ্রামের ৮ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের গণসংযোগ শুরু করেন। আজ সোমবার বিকেল ৩টায় বহদ্দারহাট হক সুপার মার্কেটের সামনে থেকে, দুপুর ২ টা থেকে দূর-দূরান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়।উক্ত গণসংযোগে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডাঃ শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সাবেক চাকসু ভিপি নাজিম উদ্দীন , চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আলী আব্বাস,
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম, আলহাজ্ব মোশারফ হোসাইন, আলহাজ্ব মুহাম্মদ লিয়াকত আলী চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দীন, বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ চৌধুরী আবু উত্তর জেলা মহিলাদলের জেলী চৌধুরী, দক্ষিণ জেলা মহিলাদলের রিকো, মনোয়ারা, মহানগর মহিলা দলের মনোয়ারা বেগম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.চক্ষু মিয়া, আনোয়ার উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হায়দার চৌধুরী,সাতকানিয়া উপজেলার সভাপতি নাজিম
উদ্দীন,আনোয়ারা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এম.হান্নান রহিম তালুকদার, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক গাজী মনির। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক আলী আজগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন (সুমনসহ প্রমুখ এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ১৩ জানুয়ারি ৮ আসনের জাতীয় সংসদ উপ নির্বাচনে সুশৃংখলভাবে নির্ভয়ে ধানের শীষ মার্কায় ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান তিনি, এবং ধানের শীষ প্রতীক কে নির্বাচিত করলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরো ত্বরান্বিত হবে,ও সাথে সাথে সরকার পতনের আন্দোলন চট্টগ্রাম থেকেই মুখোশ উম্মোচন হবে।
এসময় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান, বদ্দারহাট হক মার্কেট চত্বর থেকে আরকান রোড হয়ে চন্দগাঁও আবাসিক চাঁন মিয়া সড়ক হয়ে শমসের পাড়া হাধু মাঝি পাড়া খতিবেরহাট সুন্নিয়া সড়ক হয়ে বিবিরহাট হাটহাজারী রোড হয়ে মুরাদপুর বিশ্বরোড হয়ে বদ্দারহাট,কর্ণফুলী সেতু সংযোগ সড়ক তার নির্বাচনী অফিসের সামনে এসে। গণসংযোগের মিছিলটি গণজমায়েত হয। এ সময় বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি#