সরিষাবাড়ী প্রতিনিধি
সরিষাবাড়ী উপজেলায় বাটিকামারী, রামপুর ও ফুলদহ পাড়া এলাকায় ডিমের ৩(তিন) আড়ৎদারের কাছ থেকে টাকা না দিয়ে ১,২৯,৪২০ ডিম লুটে নেওয়ার ফাইদা করে সোহেল নামে এক দালাল। দালালের পরিচয় জানতে চাইলে মো:মানিক মিয়া, মিশু এন্টারপ্রাইজ ও সুজন মিয়া এই তিন ব্যবসায়ী বলেন ঘাটাইল এলাকাই তাহার বাড়ী কিন্তু তাহার মালিক মোঃ দোলাল হোসেন (বড়চোনা -সখিপুর -টাংগাইল) থাকে। সোহেল মিয়া তার মালিকের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন জায়গা থেকে ডিম কিনে দেয়। কিন্তু বেশ কয়েক দিন যাবত ডিমের বিল নিয়ে গড়িমসি
করছিল ডিমের দালাল সোহেল মিয়া। এতে করে তারা সন্দেহ করছিল সোহেল মিয়াকে।পরর্বতীতে ২৪/১২/২০১৯ ইং রোজ মঙ্গলবার ডিমের জন্য ট্রাক পাঠিয়ে দেয় ডিমের দালাল সোহেল মিয়া। পরে ট্রাকে ডিম দেয় মানিক মিয়া (৬৩,৩০০),মিশু এন্টারপ্রাইজ( ৩৬,৯৩০) ও সুজন মিয়া( ২৬,১৯০) এতে করে পূর্বের টাকা সহ মোট টাকা দাড়ায় ৯,৩০,৫০৬ টাকা।
ট্রাকে ডিম উঠানোর পর ট্রাকের ড্রাইভারের কাছে ডিমের টাকা চাইলে ড্রাইভার জানান তার কাছে কোন টাকা দেয় নাই। পরর্বতীতে সোহেল মিয়াকে ডিমের আড়ৎদার মো: মানিক মিয়া মোবাইল করে টাকার কথা বললে ডিমের দালাল সোহেল মিয়া বলেন ডিম পাঠিয়ে দেন আমি ১০ মি: মধ্যে মোটরসাইকেলে করে টাকা নিয়ে আসতেছি। ঠিক ১০ মি: পর সোহেল মিয়ার মোবাইলে কল করলে মোবাইল বন্ধ দেখায়। মোবাইল বন্ধ দেখানোর পরে ট্রাক আটকিয়ে রাখে ডিমের আড়ৎদার তিন মালিক।পরর্বতীতে মোবাইলের মাধ্যমে ডিমের দালাল সোহেল মিয়ার সম্পর্কে তাহার মালিকে সব ঘটনা বলা হয়। পরে মালিক মো: দোলাল মিয়া খুজ নিতে গিয়ে তাহার কোন সন্ধান না পাওয়াই ঘাটাইল থানায় গিয়ে পুলিশে শরণাপন্ন হন।