১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীতে অংশগ্রহণকারী, ভারতের মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান ও পাকিস্তাতের ২টি ব্যাংক লুট করে লুটের টাকা মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার গাছুয়া ইউনিয়ন নিবাসী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল আনোয়ারকে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মাননা ও সম্মানী প্রদান করেন। মুক্তিযোদ্ধাদের প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব ও দায়বদ্ধতার অংশ হিসেবে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। চসিকের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের দায়িত্ব গ্রহণের প্রথম দুই বছর ১৫০ জন পরের দ্ইু বছর ১৭০ জন ও ৫ম বৎসরে ১৭৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও সম্মানী
প্রদান করেন। গত ২৪ ডিসেম্বর নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চসিক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার শুভাশীষ সিনহা, রাশিয়ার অনারারি কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চসিক প্যানেল মেয়র ড. নেছার উদ্দিন আহমদ মঞ্জু, সমাজ কল্যাণ ও কমিউনিটি সেন্টার স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর সলিম উল্ল্যাহ বাচ্চু, প্রধান রাজস্ব মফিদুল আলম, চট্টগ্রাম
মহানগর কমান্ডার মোজাফ্ফর আহমদ, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংগঠক মহিউদ্দীন রাশেদ সহ চসিকের কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল আনোয়ার, হালিশহর মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্ণবাসন সমবায় সমিতির তিন বারের নির্বাচিত সভাপতি, আকবরশাহ থানার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও সমাজ কল্যাণ মূলক সংগঠনের দায়িত্ব পালন করছেন।