নিউজ ডেস্ক:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স কর্তব্যরত অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন, মেডিকেল পুলিশ বক্সের দায়িত্বরত পুলিশ অফিসার।গত কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। এসময় মেডিকেল পুলিশ বক্সের দায়িত্বরত পুলিশ অফিসার বাচ্চু মিয়া, বলেন, “সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ওই নারী এইচডিইউতে ডিউটিতে ছিলেন। কাজের মধ্যেই তিনি ড্রেসিং রুমে গিয়ে গলায় দড়ি দিয়ে ফাঁস
লাগিয়ে, আত্মহত্যার চেষ্টা করেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে।”দায়িত্বরত পুলিশ বাচ্চু মিয়া বলেন, ওই নার্সকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন তা এখনো জানা যায়নি। তবে সহকর্মীরা বলেছেন, ওই ঘটনার আগে তাকে মোবাইল ফোনে কারও সঙ্গে উচ্চস্বরে কথা বলতে দেখা গিয়েছিল। সেখান থেকে সহকর্মীরা ধারণা করে পুলিশকে বলেন, পারিবারিক সমস্যার কারণেও এই আত্মহত্যার পথ বেছে নেয়ার চেষ্টা করেছেন বলে মনে করেন সহকর্মীরা।