‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি’ প্রতিযোগিতায় (৫ম শ্রেণি)-২০১৯ সালে উত্তীর্ণ কৃতি শিশুদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রানালয়ের সাবেক অতিরিক্ত সচিব তপন চন্দ্র বনিক বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। সদা সত্য কথা বলবে। কখনো মিথ্যা বলবে না। তিনি সন্তানের ভবিষ্যৎ বিনির্মানে অভিভাবকদের এনড্রয়েড ফোনের ব্যবহার কমানোর পাশাপাশি শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান। তিনি বলেন, সন্দ্বীপে শিক্ষার গুনগত মানোন্নয়নে ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকা কাজ করছে দেখে আমি আনন্দিত। তবে, এ ধারাবাহিতা অক্ষুন্ন রাখতে হবে।সভাপতির বক্তব্যে ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকার সম্পাদক এবং উক্ত
মেধাবৃত্তি প্রতিযোগিতার উদ্যোক্তা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, সন্দ্বীপ অ লে শিক্ষার গুনগত মানোন্নয়নে ২০১৩ সাল থেকে আমরা নিয়মিত সন্দ্বীপব্যাপী ৫ম শ্রেণিতে মেধাবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে আসছি এবং অংশগ্রহনের উপর শতকরা হারে ২০ জনকে পুরস্কৃত করে আসছি। এছাড়াও আমরা সন্দ্বীপে শিক্ষার গুনগত মানোন্নয়নে নিয়মিত সন্দ্বীপব্যাপী ৪র্থ শ্রেণিতে চিত্রাংকন প্রতিযোগিতা, ৩য় শ্রেণিতে হাতের লেখা প্রতিযোগিতা এবং মাধ্যমিক উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান করে আসছি।
গতকাল ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার সন্দ্বীপ উপজেলার আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কৃতি শিশু
মেধাবীদের পুরস্কার হিসেবে প্রাইজবন্ড, ক্রেষ্ট, সনদপত্র, বই, ক্যালেন্ডার, আলোকিত সন্দ্বীপ পত্রিকা প্রদানের পাশাপাশি কৃতি শিশুদের ফুল দিয়ে বরণ করা হয়। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সন্দ্বীপ সরকারি হাজী এ.বি কলেজের সাবেক অধ্যাপক আবুল বাশার, হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট লায়ন আলহাজ সলিমুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মো: বেলাল উদ্দিন, ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকার বার্তা সম্পাদক কাজি জিয়া উদ্দিন সোহেল, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম এবং নিলয় এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো: ফরহাদ উদ্দিন।’সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ মেধাবৃত্তি ব্যবস্থাপনা কমিটির সচিব মো: সায়েদ উল্লাহ’র স ালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
আরো বক্তব্য রাখেন- অধ্যপক দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক রতন মানিক বসু, এহসানুল মাওলা মিশু, মো: মোস্তফা, মো: মোছাদ্দেকুল মাওলা, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি বাদল রায় স্বাধীন, দিগন্ত মেডিক্যাল হলের স্বত্ত্বাধিকারী মো: আবদুল মান্নান, দৈনিক আমার সংবাদ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংবাদকর্মী গোফরান উদ্দিন রানা, মাহামুদুল হাসান, নজরুল নাঈম, আবদুর রহমান ইমন প্রমুখ।