
চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকার নালায় পড়ে মো. কামাল (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।এখন পর্যন্ত ওই শিশুর সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নর্দমার আবর্জনার ভেতরে তল্লাশি অব্যাহত রেখেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, গত ৬ ডিসেম্বর বিকেলে ওই শিশু নগরীর ষোলশহর ভূমি অফিসের সামনের বড় নালার ভেতর তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হয় ৭ ডিসেম্বর। এরপর সন্ধ্যায় সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।
নিখোঁজ শিশু কামাল উদ্দিন নগরীর মুরাদপুর এলাকার একটি বস্তির বাসিন্দা আলী কাউসারের ছেলে।শিশু বাবা কাউসার জানায়, গত ৬ ডিসেম্বর রাকিব ও কামাল নামের দুই শিশু ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যায়। রাকিব উঠতে পারলেও কামাল উঠতে পারেনি। পরে নিখোঁজ শিশুর বাবাকে জানানো হয়।
চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ তার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেনি।উলেখ্য, চলতি বছরের ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ। এখনও তার লাশ পাওয়া যায়নি। পরে গত ২৭ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদের মাঝার গেট এলাকায় নালায় পড়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শেহেরিন মাহমুদ সাদিয়া।