
শ্রী কল্পতরু সংঘের উদ্যোগে ২০২১-২০২৩ইং কাযনির্বাহী পরিষদের অভিষেক:গুণীজন সংবধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়!উক্ত মহতী অনুষ্ঠান উদ্বোধন করেন ইউ.এ.ই এর জ্যোতি-লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহকারী পরিচালক রিংকু কুমার শর্মা এতে আরও উপস্থিত ছিলেন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া,বীর মুক্তিযোদ্ধা সুনীল চক্রবতী,প্রকাশ সরকার,অশোক শীল,ম্যালকম চক্রবতী,।
শ্রী কল্পতরু সংঘের উদ্যোগে ২০২১-২০২৩ইং কাযনির্বাহী পরিষদের অভিষেক:গুণীজন সংবধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়! জসিম উদ্দিন,মোঃ নুরুল ইসলাম,রুবেল বৈদ্য,রাজীব চৌধুরী,নিতাই দে,বাপ্পী চৌধুরী,মিলু নন্দী,সাধন শীল,প্রকাশ শীল,অভি চৌধুরী,পলাশ শীল,শুভ চক্রবতী,অঞ্জন দাশ জেমস,রানা শীল,সানি শীল,সঞ্জয় শীল,অনিক দাশ,কাঞ্চন বিশ্বাস,পুলিন দাশ,বাবুল চৌধুরী,মিথুন শীল ও এলাকার জনসাধারণ।