
আফগানিস্তান থেকে লোকজনকে সরানোর কাজে ইতি টানছে যুক্তরাজ্য আফগানিস্তান থেকে বেসামরিক লোকজনকে শনিবারের মধ্যেই সরিয়ে নেবে ব্রিটিশ সৈন্যরা। দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল নিক কার্টার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এই সেনাপ্রধান বলেন, আমরা লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ করতে যাচ্ছি। আজকের মধ্যেই (শনিবার) এ কাজ শেষ হবে।জেনারেল নিক কার্টার বলেন,
বাকি বিমানে করে আমাদের সেনাদের ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পর ব্রিটিশ সেনারাও আফগানিস্তান ছাড়বে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।নিক কার্টার বলেন, আমরা এখনও সবাইকে বের করে আনতে পারিনি। এটা খুবই হৃদয়বিদারক। এখানে বেশ চ্যালেঞ্জিং বিষয় রয়েছে।এদিকে রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা হুমকির কারণে ওই এলাকায় ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এছাড়া যেসব মার্কিন নাগরিক বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছাকাছি অবস্থান করছেন তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।কাবুল বিমানবন্দরে নিরাপত্তা হুমকি সম্পর্কে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে একটি বিবৃতি প্রকাশ করেছে মার্কিন দূতাবাস। গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের আবে ফটকে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখা আইএস-কের ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে।
আফগানিস্তান থেকে লোকজনকে সরানোর কাজে ইতি টানছে যুক্তরাজ্য আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো দেশটিতে এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটল। এদিকে তালেবানের এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন, কাবুলে হামলার ঘটনায় জড়িত আইএস-কে’র কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তালেবানের গোয়েন্দা টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানান তিনি।