
চট্টগ্রামের যেসব স্থানে আজ শুক্রবার বিদ্যুৎ থাকবে না আজ শুক্রবার (৭ জানুয়ারি) নির্দিষ্ট সময় পর্যন্ত চট্টগ্রামের মাদারবাড়ি, খুলশী, আগ্রাবাদ, হালিশহর, নিউমুরিং, রামপুর, কালুরঘাট, লামা, চকরিয়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রাম মাদারবাড়ি, খুলশী, আগ্রাবাদ, হালিশহর, নিউমুরিং, রামপুর, কালুরঘাট, লামা, চকরিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
৭ জানুয়ারি ২০২২ (বৃহস্পতিবার)
সকাল ৮টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ মাদারবাড়ির আওতাধীন ১১ কেভি চিড়ার নং কে-০২ (আংশিক) ও কে-০৪ (আংশিক) এর আওতায় মাঝিরঘাট ও আশেপাশের এলাকা।সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-খুলশী এর আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি মুরলিপুর-০৫ ও মুরাদপুর-৯ নং ফিডার এর আওতায় ও আর নিজাম রোড় আবাসিক এলাকার রোড নং-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ কর্ণফুলী গ্যাস কোম্পানী, চিটাগাং শপিং কমপ্লেক্স, সানমার ওসানসিটি,
ওয়েলপার্ক, মেরিডিয়ান হোটেল, কামাল স্টোর, জিইসির মোড় (আংশিক), মসজিদ গলি, পূর্বকোণ অফিস, সিডিএ এভিনিউ এবং মুরাদপুর, শ্যামলী আইডিয়াল, পলিটেকনিক ইনস্টিটিউট, মুরাদপুর সিডিএ এভিনিউ রোড, ডেকোরেশন গলি, মির্জাপুল, ইকুইটি ভিলেজ, সুগন্ধা আ/এ, নাসিরাবাদ হা/সো ১নং রোড, পুলিশ কমিশনার এর বাসভবন এবং তৎসংলগ্ন এলাকাসমূহ। বিক্রয় ও বিতরণ বিভাপ-খুলশী এর আওতাধীন জালালবাদ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার নং জালালবাদ-০৪ নং ফিডার (আংশিক) এর আওতায় মেয়র গলি,
কসমোপলিটন ষোলশহর রেলস্টেশন, শেখ ফরিদ মার্কেট, ষোলশহর সুপার মার্কেট, আদর্শপাড়া, শিক্ষা অফিস এবং তৎসংলগ্ন এলাকা।সকাল ৮টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-আগ্রাবাদ এর আওতাধীন ১১ কেভি আগ্রাবাদ এইচ-০২ (আংশিক) নং ফিডার এর আওতায় রশিদ বিল্ডিং, বাংলা বাজার পেট্রোল পাম্প হতে অন্য মাঝির ঘাট পর্যন্ত। বি.দ্র.-আগ্রাবাদ-বাংলাবাজার ১১ কেভি ফিডার বিভাজনের কাজ কার জন্য)।
সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-আগ্রাবাদ এর আওতাধীন আগ্রাবাদ ৩৩ কেভি সার্কিট-০১ এবং সার্কিট-০২ বন্ধ থাকবে। বি.দ্র-বর্তমানে আগ্রাবাদ ৩৩ কেভি উপকেন্দ্র আগ্রাবাদ ১৩২/৩৩ কেভি জিআই এস গ্রিড উপকেন্দ্র হতে বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে। কোনো লোডশেডিং হবেনা।সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-হালিশহর এর আওতাধীন ৩৩ কেভি জিইএম প্ল্যান্ট, ৩৩ কেভি সিমেন্ট, ৩৩ কেভি টিএসপি, ৩৩ কেভি টানেল, ৩৩ কেভি কেইপিজেড, ৩৩ কেভি সিইপিজেড,
চট্টগ্রামের যেসব স্থানে আজ শুক্রবার বিদ্যুৎ থাকবে না ৩৩ কেভি বারাকা পতেঙ্গা ৫০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্র, হালিশহর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি সকল ফিচারসমূহ বন্ধ থাকবে। পতেঙ্গা, কেইপিজেড, সিইপিজেড, নৌবাহিনী ও বিমান বন্দর এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। ৩৩ কেভি পতেঙ্গা ৫০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ বন্ধ থাকবে। বি.দ্র-ইউনাইটেড পাওয়ার চালু থাকলে সিইপিজেড এ লোডশেডিং হবে না এবং কেইপিজেড এ আংশিক লোডশেডং হতে পারে।
সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-নিউমুরিং এর আওতাধীন নিউমুরিং ৩৩ কেভি সার্কিট-০১ এবং সার্কিট -০২ বন্ধ থাকবে। নিউমুরিং এবং চট্টগ্রাম পোর্ট এলাকায় বিলাই সরবরাহ বন্ধ থাকবে। বি.দ্র.-সম্পূর্ণ এলাকা লোড শেড এর আওতায় থাকবে। তবে পোর্টে নিজস্ব উৎপাদন থাকলে লোড শেড নাও হতে পারে।সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩ কেভি ফিডার বন্ধ থাকবে। বি.দ্র-বর্তমানে রামপুর অগ্রনি ৩৩ কেভি উপকেন্দ্র হতে বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে। কোন লোড শেভ হবে না।
সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার ষোলশহর-০৩, মুরাদপুর-৪ এবং খুলশী-০৯ ও খুলশী-০৫ এর আওতায় ফরিদারপাড়া, খতবের হাট, মোহাম্মদপুর, সুন্নিয়া মাদ্রাসা, নাজিরপাড়া, সিটি ভিউ আ/এ, শ্যামলী আ/এ, ইসমাইল কলোনি, লিভার সোসাইটি, ফরিদাপাড়া কাঁচা বাজার, মুরাদপুর, মুরাদপুর সিডিএ এভিনিউ রোড, ডেকোরেশন গলি, মির্জাপুল,
ও আর নিজাম রোড আবাসিক এলাকার রোড নং-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ কর্ণফুলী গ্যাস কোম্পানী, চিটাগাং শপিং কমপ্লেক্স, সানমার ওশান সিটি, ওহেল পার্ক, মেরিডিয়ান হোটেল, কালি স্টার, জিইসির মোড় (আংশিক), মসজিদ গলি, পূর্বকোণ অফিস, সিডিএ এভিনিউ, মুরাদপুর, শ্যামলী আইডিয়াল, পলিটেকনিক ইনস্টিটিউট, মুরাদপুর সিডিএ এভিনিউ রোড, ডেকোরেশন গলি, মির্জাপুল, ইকুইটি ভিলেজ, সুগন্ধা আ/এ, নাসিরাবাদ হা/সো ১নং রোড, পুলিশ কমিশনার এর বাসভবন, মুরাদপুর রোড, ফরেস্ট এরিয়া,
পিলখানা, রেলগেইট, গরুর বাজার, বশর মার্কেট, নিউ চান্দগাঁও আ/এ, বহদ্দারহাট কাঁচা বাজার, গ্রামীণ ব্যাংক গলি, সুগন্ধার আংশিক এবং তৎসংলগ্ন ও আশপাশ এলাকা।সকাল ৮টা থেকে বিকেল ৫টা: লামা বিদ্যুৎ সরবরাহ এর আওতাধীন চকরিয়া কোচুপাড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্র ও লামা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৩৩ কেভি লামা ফিডার এর আওতায় চকরিয়া-লামা।